আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালই আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে পোস্ট করতে আসলাম। আসলে আগের মত পোস্ট করার মত সময় হয়ে ওঠেনা। যাই হোক অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা tricks নিয়ে হাজির হলাম। আজকের এই পোস্ট এ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কোনোপ্রকার third-party সফটওয়্যার ব্যাবহার করা ছাড়াই আপনার windows এর অপ্রয়োজনীয় ফাইল clean করতে পারবেন। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক।
আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করে থাকি আমাদের উইন্ডোজ এ অনেক অপ্রয়োজনীয় cache ফাইল তৈরি হয়ে থাকে। এসব ফাইল clean না করলে pc slow কাজ করে থাকে। এসব clean করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার এর সাহায্য নিয়ে থাকি। আজকের পোস্টটির মাধ্যমে আপনি কোন সফটওয়্যার ছাড়াই কাজটি করতে পারবেন।
প্রথমে আপনাকে কম্পিউটার এর search box এ যান এবং disk cleanup লিখে সার্চ করে নিচের মত open এ ক্লিক করে দিন।
তারপর আপনার কোন disk এ windows ইন্সটল করা রয়েছে তা select করে ok তে ক্লিক করে দিন।
তারপর নিচের মত cleanup system files এ ক্লিক করে দিন।
দেখুন সবকিছু মিলিয়ে আমার কত জিবি ক্যাচ ফাইল রয়েছে। সবগুলাতে মার্ক করে OK তে ক্লিক করে দিন।
এরপর আপনার সামনে confirmation box আসবে এখন শুধু Delete Files এ ক্লিক করে দিন।
ব্যাস। কাজ শেষ। এখন আপনার ফাইল ডিলিট হয়ে শুরু হয়ে যাবে। যদি ফাইল এর সাইজ বেশি হয়ে থাকে তাহলে ডিলিট হতে একটু সময় লাগতে পারে।
আসা করি সবকিছু বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।