AlMazo.Site

A new world of technology

Technology Tips and Tricks Tools Windows PC

ফ্রি এবং সেরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনগুলো Windows এর জন্য!

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালই আছেন। আমরা যারা windows ব্যাবহার করে থাকি pc বা laptop এ, সবসময় চিন্তা ভাবনা করে থাকি যেনো আমাদের system এ কোনরকম virus এট্যাক না করতে পারে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার এ যদি তেমন কোনো Security না থাকে তাহলে সহজেই আপনার system এ virus ঢুকে যেতে পারে। এইরকম সমস্যা সমাধান এর জন্য অনলাইন এ বিভিন্ন ধরনের Antivirus Software পাওয়া যায়। আমাদের যাদের টাকা পয়সা দিয়ে এগুলা কিনে নেয়ার সামর্থ্য নেই, আমরা চেষ্টা করি ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার করার। কিন্তু আমাদের এই ফ্রি খোজার কারণে virus দুর করার বদলে আমরাই virus ঢুকাতে পারি। এই কারণে ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার সিলেক্ট করার ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার এ যে যে features গুলো থাকতে হবে?

ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো সাধারণত basic protection দিয়ে থাকে বিভিন্ন virus, malware এবং অন্যান্য ক্ষতিকর সফটওয়্যার বা ফাইল থেকে আপনার সিস্টেম কে safe রাখতে সহযোগিতা করে থাকে। ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো paid features গুলো থেকে অনেক কম features প্রদান করে থাকে। Real-time scan, firewall, usb scanner এসব features অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এ থাকা। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরে ব্যাবহার করতে পারেন। আর trust এর দিক থেকে অবশ্যই reputation রয়েছে এরকম company এর সফটওয়্যার ব্যাবহার করতে হবে। তো চলুন এখন আমরা জেনে নেই জনপ্রিয় কিছু ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে।

ল্যাপটপ বা পিসি এর জন্য জনপ্রিয় কিছু ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার:

সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার সিকিউরিটি এর জন্য ডাউনলোড লিঙ্ক সহ কয়েকটি ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর তথ্য দেওয়া হলো:

  • Avast Free Antivirus: এই ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার টি অনেক জনপ্রিয়। বেশির ভাগ উইন্ডোজ ব্যাবহারকারিরা ফ্রি হিসেবে এটাকেই choice করে থাকেন। এটি সহজে ব্যাবহার করা যায় এবং অনেক strong নিরাপত্তা প্রদান করে থাকে। virus scanning, real-time protection, browser safety, Wi-Fi scanner, Disc Cleaner এসব সুবিধা দিয়ে থাকে। যা একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এ থাকা অনেক গুরুত্বপূর্ণ।
  • AVG Antivirus Free: এটি ল্যাপটপ বা কম্পিউটার কে malware এবং virus থেকে ফ্রিতে রক্ষা করতে সহযোগিতা করে থাকে। এছাড়া মালওয়্যার স্ক্যানিং, রিয়েল-টাইম সুরক্ষা, ফাইল স্ক্যানিং, ইমেইল স্ক্যানিং, ওয়েব শিল্ড, প্রাইভেসি শিল্ড এ সকল সুবিধা এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার টি প্রদান করে থাকে। এটা একদম ফ্রি এছাড়া বিশ্বাসযোগ্য একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার নিরাপত্তার জন্য এটা ব্যাবহার করতে পারেন।
  • Bitdefender Antivirus Free: এই ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার টি সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে থাকে। অটোমেটিক scanning, real-time protection এই সুবিধা গুলো দিয়ে থাকে। এছাড়া আপনার browsing এর ক্ষেত্রে অনেক নিরাপত্তা দিয়ে থাকে। অনেক বিশ্বাসযোগ্য একটি company এর সফটওয়্যার এটি, আপনি চাইলে ব্যাবহার করতে পারেন।

ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো সাধারণত কম resource ব্যাবহার করে থাকে, আবার অনেক অ্যান্টিভাইরাস ফ্রি সফটওয়্যার রয়েছে যেগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপ কে ধীরগতি করে দিতে পারে। এই কারণে এসব সফটওয়্যার ইন্সটল করার আগে আপনার ল্যাপটপ বা কম্পিউটার এর performance পরীক্ষা করে নেয়া উচিত। ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো সাধারণত কিছুদিন পর পর আপডেট আসে। আর একটা বিষয় এসব ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনাকে তেমন কোনো সাপোর্ট প্রদান করবে না। তবে আপনি যদি তাদের paid ভার্সন ব্যাবহার করেন, তাহলে অনেক সাপোর্ট পাবেন।

ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনার নিরাপত্তা বিষয় গুলোতে খেয়াল রাখতে হবে। অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে যা আপনার সিস্টেম থেকে personal data চুরি করতে পারে। এই কারণে অবশ্যই বিশ্বাসযোগ্য ব্রান্ড এর সফটওয়্যার ব্যাবহার করতে হবে। আপনার নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তা থাকলে premium কিনে ব্যাবহার করার চিন্তা করতে পারেন, যা আপনার সাইবার সিকিউরিটি এবং কম্পিউটার সিস্টেম সিকিউরিটি এর জন্য উন্নত সিকিউরিটি, সাপোর্ট দিবে। তবে যাই করুন না কেনো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নিবেন।

আজকের মত এই পর্যন্তই। আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাথেই থাকবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *