জনপ্রিয় কিছু messenging platform এর কথা চিন্তা করলেই সবার প্রথমে facebook, twitter, WhatsApp, telegram এগুলার কথা মাথায় আসে। বর্তমানে telegram বাংলাদেশ এ অনেক জনপ্রিয় একটা messenging প্লাটফর্ম। Telegram এর বিভিন্ন features, telegram bot, end to end encryption এর কারণে telegram জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। Telegram এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে privacy বা anonymous থাকার সুবিধা। এখানে যেমন নিজের identity লুকিয়ে telegram channel ব্যাবহার বা create করা যায়। এছাড়া চাইলেও telegram channel বা group private করা সম্ভব হয়। এছাড়া telegram এ business থেকে শুরু করে আরও অনেক কাজ করা যায়। আর বড় বড় file share এর ক্ষেত্রে telegram এর বিকল্প পাওয়া কঠিন। এছাড়া আরও অনেক fetaures রয়েছে যার কারনে telegram জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
কিন্তু telegram ভিডিও দেখা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। আবার দেখা যায় telegram এ কেও কোনো ভিডিও দিলে, না চাইলেও autometic ডাউনলোড হয়ে যায়। আবার প্লে করতে চাইলে ডাউনলোড করে তারপর প্লে করতে হয়।
যাদের ফোন এ এমবি কম থাকে বা ওয়াইফাই ব্যাবহার করেনা, তাদের জন্য এটা অনেক বড় একটা সমস্যা। আপনারা হয়তো খেয়াল করছেন অনেক বড় বড় ফাইল রয়েছে যেগুলো ডাউনলোড না করলে প্লে করা সম্ভব হয়না। এছাড়া যারা কুইক ভিউ পেতে চান টাদের অনেক কষ্টকর একটা বিষয়। আজকে আমি এই সমস্যার সমাধান নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি।
আপনার এই সমস্যা টা সমাধান এর জন্য একটা telegram bot এর প্রয়োজন, যার মাধ্যমে আপনারা ভিডিও ডাউনলোড করা ছাড়াই প্লে করতে পারবেন। প্রথমে আপনারা এই লিঙ্ক থেকে telegram bot টায় join হয়ে নিন। এই telegram bot টা অনেক powerful এবং কার্যকরী। এই bot টার কাজ হচ্ছে আপনি যখন কোনো ভিডিও এই বট এর সাথে শেয়ার করবেন, তখন সেটার streaming link তৈরি করাই মূলত এই বট এর কাজ। প্রথমে বট টা স্টার্ট করে নিবেন, তারপর যে person বা channel এ ভিডিও টা রয়েছে। সেখান থেকে ভিডিও টা forward করে দিবেন এই telegram bot এর ভিতর। এই বট এর ভিতর আপনার ভিডিও টা ফরওয়ার্ড করলেই আপনি streaming একটা লিঙ্ক পেয়ে যাবেন। যার মাধ্যমে সহজেই আপনি ভিডিও টা প্লে করতে পারবেন কোনরকম ডাউনলোড করা ছাড়াই।
আজকের মত এই পর্যন্তই সকলে ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আপনাদের কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন। ধন্যবাদ।