AlMazo.Site

A new world of technology

Online Earning SEO Technology Tips and Tricks Wordpress

আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর Loading Speed বাড়িয়ে নিন খুব সহজেই!

আসসালামু আলাইকুম।

অনলাইন এ যত রকমের CMS প্লাটফর্ম রয়েছে, তারমধ্যে wordpress অন্যতম। লক্ষ লক্ষ ব্লগ এবং ওয়েবসাইট এ ওয়ার্ডপ্রেস CMS দিয়ে পরিচালনা করা হয়ে থাকে। ওয়ার্ডপ্রেস খুবই user friendly এবং content ম্যানেজমেন্ট করা একদম সহজ। এছাড়া SEO থেকে শুরু করে সকল কাজ একদম সহজে করা সম্ভব হয় ওয়ার্ডপ্রেস CMS এর মাধ্যমে। আপনার ওয়েবসাইট এর স্পীড SEO এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

মনে করুন, আপনি অনেক ভালো একটা Content লিখেছেন এবং আপনার competitor আপনার content এর চেয়ে low quality content লিখেছে। এখন আপনার ওয়েবসাইট এর loading speed অনেক slow কিন্তু আপনার competitor এর সাইট এর loading স্পীড অনেক বেশি। যার কারণে আপনার competitor এর পোস্ট এ ব্যাবহারকারিরা তাড়াতাড়ি access করতে পারবে এবং রাঙ্ক এ এগিয়ে থাকবে। অন্যদিকে আপনার ওয়েবসাইট এর পোস্ট এ ভিসিট করতে late হলে, loading শেষ না হতেই আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে আসতে পারে যার কারণে আপনার রাঙ্কিং এ খুব নেতিবাচক effect করবে। আপনার ওয়ার্ডপ্রেস সাইটের দ্রুত গতিশীলতা নিশ্চিত করলে, আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে। চলুন এখন আমরা জেনে নেই কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর loading speed বাড়াতে পারবেন।

ওয়ার্ডপ্রেস সাইটের গতিশীলতা বৃদ্ধি করার ৫টি কার্যকরী পদ্ধতি:

  • ক্যাশিং প্লাগিন ব্যাবহার করা: আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর গতি বাড়ানোর জন্য ক্যাশিং প্লাগিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্যাশিং প্লাগিন আপনার ওয়েবসাইট এর পেইজগুলোকে static HTML ফাইল হিসেবে save করে রাখে, যা আপনার পেইজ loading এর সময় কে কমিয়ে দেয়। জনপ্রিয় কিছু ক্যাশিং প্লাগিন এর মধ্যে আপনি WP Super Cache প্লাগিন টা ব্যাবহার করতে পারেন। এটি আপনার ওয়েবসাইট এর loading স্পীড বাড়াতে সক্ষম হবে।
  • ইমেজ optimize করে ব্যাবহার করা: আপনার ওয়েবসাইট এ high quality ইমেজ ব্যাবহার করার কারণে আপনার ওয়েবসাইট এর loading স্পীড কমিয়ে দিতে পারে। এই জন্য আপনি চাইলে ইমেজ upload করার আগে compress করে ইমেজ এর size কমিয়ে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Smush Image Compression plugin টা ব্যাবহার করতে পারেন। এই প্লাগিন এর সাহায্যে আপনি সহজেই সাইট এ upload করা ইমেজ compress করে quality ঠিক রেখে আপনার ইমেজ এর size কমাতে পারবেন।
  • নিয়মিত Theme ও Plugin আপডেট করা: পুরনো থিম ও প্লাগিন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর loading স্পীড কে কমিয়ে দিতে পারে। Developer রা সবসময় চেষ্টা করে তাদের আগের থিম বা প্লাগিন কে আপডেট করে সাইট এর স্পীড বাড়ানোর জন্য। এছাড়া যে bug গুলো বের হয়ে সেগুলো fix করার চেষ্টা করে থাকে। যা আপনার ওয়েবসাইট এর স্পীড বাড়ানো থেকে শুরু করে ওয়েবসাইট কে secure রাখতে সহযোগিতা করবে। সুতরাং নিয়মিত থিম এবং প্লাগিন আপডেট রাখার চেষ্টা করবেন।
  • অপ্রয়োজনীয় প্লাগইন Remove করা: আপনার ওয়েবসাইট চেক করে দেখুন কোনো অপ্রয়োজনীয় থিম বা প্লাগিন ইন্সটল করা রয়েছে কিনা। যদি থাকে তাহলে সেগুলো remove করে দিন। যা আপনার ওয়েবসাইট এর স্পীড কে বাড়িয়ে দিবে এবং আপনার ওয়েবসাইট কে আরো secure করে তুলবে।
  • CDM (Content Delivery Network) ব্যাবহার করা: CDN ব্যাবহার করার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর গতি অনেক বেড়ে যাবে। CDN এর কাজ মূলত আপনার ওয়েবসাইট এর content গুলোকে বিভিন্ন server এ বিতরণ করা, যার কারণে আপনার ওয়েবসাইট এর স্পীড আগের চেয়ে অনেক পরিমাণে বেড়ে যাবে। CDN আপনার ওয়েবসাইট এ ব্যাবহার করার জন্য Cloudflare এর সাহায্য নিতে পারেন। Cloudflare এর মাধ্যমে ফ্রি তে আপনার ওয়েবসাইট এ CDN ব্যাবহার করতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইট থেকে CDN ব্যাবহার করার কারণে আপনার ওয়েবসাইট এ Ddos Attack Protect, Bot Activity Off এবং Free SSL ব্যাবহার করতে পারবেন।

আরো অনেক উপায় রয়েছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর স্পীড বাড়ানোর জন্য। আজকের মত এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী পোস্ট এ চেষ্টা করব বাকি বিষয়গুলো তুলে ধরার জন্য। পোস্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *