আপনার ব্লগ পোস্ট Google Search এ কত নাম্বার ranking এ রয়েছে তা চেক করুন একদম সহজ উপায়ে!
আসালামু আলাইকুম।
আমরা যারা ব্লগ ওয়েবসাইট ব্যাবহার করে থাকি তারা সবসময় চেষ্টা করি নিজের ওয়েবসাইট কে google এ ranking এ নিয়ে যাওয়ার জন্য। Google এ ranking এ যাওয়া এতটাও সহজ নয়। অনেকগুলো factor কাজ করে থাকে, একটা ওয়েবসাইট ranking এর ক্ষেত্রে। একজন ব্লগার কে প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেট রাখতে হয়। যারা Seo নিয়ে কাজ করে এই বিষয় টা ভালো বুঝবে একটা ওয়েবসাইট কোন keyword দিয়ে কত নাম্বার ranking এ রয়েছে, তা চেক করা কতটা important। চলুন আমি কিছু ধারনা দেই এই সম্পর্কে।
গুগলের Ranking এ Post কত নাম্বার এ রয়েছে তা চেক করার কারণ?
ধরুন আপনার নতুন একটা ব্লগ ওয়েবসাইট এর পোস্ট গুগল এ ranking এ রয়েছে। একটা keyword দিয়ে মাসে ১ হাজার search হয়ে থাকে, সেই keyword এ আপনার ওয়েবসাইট এর রাঙ্কিং ১ রয়েছে। এখন আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা আপনার পোস্ট চেক করে, ভালভাবে research করে আরও quality পূর্ণ একটা পোস্ট দিলো। এখন আপনার ওয়েবসাইট এর রাঙ্কিং সাথে তার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ধীরে ধীরে আপনার ওয়েবসাইট এর visitor কমতে থাকবে এবং আপনার প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট এর ভিসিটর বাড়তে থাকবে। এইভাবে আপনাকে পিছনে ফেলে দিয়ে সে এগিয়ে যাবে। এই কারণে আপনার প্রতিনিয়ত পোস্ট এর রাঙ্কিং চেক করে, আপডেট রাখতে হবে। যেন আপনাকে কেও পিছনে ফেলতে না পারে। এই কারণেই মূলত আপনার ranking চেক করে সেই keywords ব্যাবহার করেই আরো আপডেট করতে হবে আপনার ranking এ থাকা পোস্ট কে।
Manually Search করে Ranking চেক করা
আপনি চাইলে manually search দিয়ে আপনার পোস্ট এর ranking চেক করতে পারবেন। আপনার keyword দিয়ে গুগল এ সার্চ দিন এবং আপনার ওয়েবসাইট খুঁজতে থাকুন। এক্ষেত্রে আপনার গণনা করে হিসাব করতে হবে আপনার পোস্ট টা কত নাম্বার ranking এ রয়েছে।
Tool ব্যাবহার করে Ranking চেক করা
বর্তমানে SEO Tool এর মধ্যে Ahref অন্যতম। এটার Paid এবং Free ২ টা version এ রয়েছে। তো প্রথমে আপনারা এই লিঙ্ক এ ক্লিক করে ওয়েবসাইট টায় প্রবেশ করুন। তারপর প্রথম বক্স এ আপনার keyword লিখুন এবং ২য় বক্স এ আপনার ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিন। পরিশেষে Check rankings লেখায় ক্লিক করে দিন।
তারপর আপনি দেখতে পারবেন আপনার পোস্ট টা গুগল এর ranking এ কত নাম্বার position এ রয়েছে।
Crome Extension ব্যাবহার করে Ranking চেক করা
আপনি গুগল crome এর এক্সটেনশন ব্যাবহার করে ranking চেক করতে পারবেন। এই জন্য আপনাকে এই লিঙ্ক এ ক্লিক করে google extension টা আপনার ব্রাউজার এর সাথে এড করে নিতে হবে।
Extension টা এড হয়ে গেলে গুগল এ keyword দিয়ে সার্চ দিলেই বুঝতে পারবেন আপনার ওয়েবসাইট টা গুগল এর কত নাম্বার রাঙ্কিং এ রয়েছে। আজকের মত এই পর্যন্তই আশা করি সবকিছু বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন। ধন্যবাদ।