আসসালামু আলাইকুম।
আমরা সকলেই চাই আমাদের ব্লগার ওয়েবসাইট এর ডিজাইন সুন্দর এবং ব্যাবহারকারিদের জন্য যেন সেরা হয়। আপনি চাইলে ব্লগার প্লাটফর্ম এ customization এর মাধ্যমে ওয়েবসাইট এর design এবং function গুলো পরিবর্তন করতে পারবেন। যা আপনার ওয়েবসাইট এর ভিসিটর দের কাছে আকর্ষণীয় করে তুলবে।
একটি ব্লগার ওয়েবসাইট এর জন্য customization অনেক গুরুত্বপূর্ণ। customize করে আপনার ওয়েবসাইট এর Design সুন্দর এবং user friendly করতে পারবেন, তখন ইউজার রা আপনার ওয়েবসাইট এ সময় বেশি দিবে। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক।
কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইট Customize করতে পারবেন?
- Theme পরিবর্তন: আপনি চাইলে আপনার ব্লগার ওয়েবসাইট এর থিম পরিবর্তন করতে পারেন। ব্লগার প্লাটফর্ম এ অনেক প্রেসেট থিম বা template পাওয়া যায়, আপনি চাইলে Demo দেখে যেটা আপনার ভালো লাগবে বা আপনার ব্রান্ড এর সাথে মিলে এরকম থিম ব্যাবহার করতে পারেন।
- Widget ব্যাবহার: আমরা যারা ব্লগার ব্যাবহারকারী সকলেই widget সম্পর্কে অবগত রয়েছি। বিভিন্ন widget যেমন popular posts, contact form, archive এসব ব্যাবহার করতে পারেন যেন আপনার ব্যাবহারকারীদের উন্নত সুবিধা দিতে পারেন।
- Custom CSS ব্যাবহার: আপনার ব্লগার ওয়েবসাইট এ custom CSS ব্যাবহার করে ওয়েবসাইট এর colour পরিবর্তন করতে পারেন নিজের মত। আপনার ব্রান্ড এর সাথে মিলে বা ইউজারদের জন্য user friendly, চোখে ধরার মত design করতে পারেন।
- Custom Font ব্যাবহার: আপনি চাইলে আপনার ব্লগার ওয়েবসাইট এ custom font ব্যাবহার করতে পারেন। যার কারণে আপনার ওয়েবসাইট এর ইউজারদের আকর্ষণ আরও বেড়ে যাবে। আপনার ওয়েবসাইট এর লেখাগুলোকে বিভিন্ন stylish রূপ দিতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন এমন font ব্যাবহার করবেন না, যেন আপনার ইউজারদের পড়তে সমস্যা করে।
- Responsive & Clean Design ব্যাবহার: একটি clean ডিজাইন এর ওয়েবসাইট অনেক proffesional দেখায়। এছাড়া আপনার ওয়েবসাইট এর ব্যাবহারকারিদের সহজে আপনার ওয়েবসাইট এর সকল features ব্যাবহার করতে সহযোগিতা করে থাকে। এছাড়া আপনার ওয়েবসাইট এ responsive ডিজাইন থাকা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই পরীক্ষা করে নিবেন আপনার ওয়েবসাইট এর design টা মোবাইল বা পিসি তে ভালোভাবে কাজ করছে কিনা।
ব্লগার ওয়েবসাইট এর customization এর কোন বিকল্প নেই। আপনারা উপড়ের টিপস গুলো follow করে কিছুটা হলেও আপনাদের ব্লগ ওয়েবসাইট এর উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ। আজকের মত এই পর্যন্তই। আসা করি সবকিছু বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।