AlMazo.Site

A new world of technology

Technology Tips and Tricks Tools

AI দিয়ে বিভিন্ন Social Media Platfrom এর জন্য প্রোফাইল পিকচার তৈরি করুন খুব সহজেই!

আসসালামু আলাইকুম।

বর্তমানে AI এর ব্যাবহার এত পরিমাণে বিদ্ধি পেয়েছে যে প্রায় সকল অনলাইন এর কাজের ক্ষেত্রে AI ব্যাবহার করা হচ্ছে। AI এর পাওয়ার এত বেশি যে দিন যাচ্ছে শুধু আপডেট হচ্ছে এবং কাজকে সহজ করে দিচ্ছে। AI ব্যাবহার করে শুধুমাত্র face দিয়ে প্রোফেসনাল মানের প্রোফাইল পিকচার তৈরি করা আসলেই অনেক অবাক করা একটা বিষয়। আর খুব কম সময়ে এত সুন্দর ছবি তৈরি করতে পারবেন যা কল্পনাও করা যায়না। আজকে আমি গুগল থেকে ডাউনলোড করা random একটা face পিকচার দিয়ে আপনাদের মাঝে প্রোফাইল পিকচার তৈরি করে দেখাব। আপনার শুধু face লাগবে বাকি body, background, color optimization সকল কাজ AI করে দিবে। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, কোনোপ্রকার subscription বা টাকাপয়সা লাগবে না।

আমি আপনাদের A to Z দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজেই মাত্র কয়েক মিনিটে একটি প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন একদম প্রোফেসনাল মানের। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক।

AI দিয়ে প্রোফেসনাল মানের প্রোফাইল পিকচার তৈরি

AI দিয়ে প্রোফাইল পিকচার তৈরি করার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর আপনি নিচের মত দেখতে পারবেন, এখন আপনাকে Continue with Google এ ক্লিক করতে হবে।

তারপর আপনি নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনাকে unique একটি username এবং আপনার নাম দিয়ে create profile এ ক্লিক করতে হবে।

এখন নিচের screenshot এর মত plus চিহ্ন তে ক্লিক করে দিন।

এবার আপনাদের সামনে নিচের মত ইন্টারফেস তৈরি হবে। এখন আপনাকে promt দিতে হবে। মানে আপনি কি ধরনের পিকচার চাচ্ছেন সেই গুলার description লিখে দিন সেখানে, যেমন আমি দিলাম। promt দেয়া হলে generate লেখায় ক্লিক করে দিন।

তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার সামনে ৪ টি পিকচার শো করবে, এখন আপনার যে পিকচার টা পছন্দ হবে সেই পিকচার এ ক্লিক করে দিন। মনে রাখবেন যে পিকচার টা আপনি সিলেক্ট করবেন, সেই পিকচার এর সাথে আপনার মুখ লাগানো হবে। আপনার body সহ বাকি সব কিছুর সাথে যেনো মিলে যায় এরকম একটা পিকচার সিলেক্ট করে নিবেন।

এবার পছন্দ হওয়া পিকচার ওপেন হলে ছবির উপর long press করে ধরে রেখে পিকচার টা ডাউনলোড করে নিবেন। এবার ছবিটা ডাউনলোড হয়ে গেলে আপনাকে নতুন একটা ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। এই লিঙ্ক এ ক্লিক করে ওয়েবসাইট এ প্রবেশ করুন। এই লিঙ্ক এ ক্লিক করার পর নিচের মত ২ টা পিকচার upload করার অপশন পাবেন। এখন প্রথম বক্স এ আপনার ডাউনলোড করা promt পিকচার টা upload করে দিবেন এবং ২ নাম্বার বক্স এ যে face দিয়ে প্রোফাইল পিকচার টা তৈরি করতে চান সেই face দিয়ে upload করে দিবেন। খেয়াল রাখবেন আপনি promt ব্যাবহার করে যে ছবি টা তৈরি করেছেন সেই ছবির angel এবং আপনার face এর angel যেনো একই হয় সেক্ষেত্রে ভাল একটা result পাবেন। সর্বশেষে Swap লেখায় ক্লিক করে দিন।

ব্যাস কাজ শেষ। দেখুন আমাদের পিকচার টা তৈরি হয়ে গেছে এবং কতটা প্রোফেসনাল মানের লাগতেছে আপনারা ত দেখতেই পারছেন। এখন শুধু download লেখায় ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার প্রোফাইল পিকচার টা।

আসা করি সকল কিছু বুঝতে পারছেন। তারপরেও আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *