WIFI এর নেট না থাকলে বিভিন্ন TV Channel এবং Movie দেখুন একদম High Speed এ FTP Server ব্যাবহার করে!
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালই আসেন। এখন WIFI প্রায় সকল জায়গায়তেই রয়েছে। গ্রাম থেকে শুরু করে শহর এর অলি গলিতে এখন WIFI এর সুবিধা রয়েছে। আর সবাই WIFI ব্যাবহার করতে করতে অবস্থ হয়ে গেছে।
অনেক সময় দেখা যায় server উন্নয়ন থেকে শুরু করে অনেক কাজের জন্য WIFI এ সাধারণত net থাকেনা। লাইন থেকে শুরু করে সব ই থাকে শুধু নেট connection টা থাকেনা। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে নেট না থাকলেও FTP server ব্যাবহার করে বিভিন্ন Tv channel এবং Movie ডাউনলোড করতে পারবেন। এটা শুধুমাত্র WIFI ব্যাবহারকারিদের জন্য, আর একটা কথা এই system এ সকল WIFI এ নাও চলতে পারে। অনেক ISP তে এই server টি block করা রয়েছে, তাই চাইলে ব্যাবহার করতে পারবেন না, যদি আপনার ISP তে block করা থাকে। অন্য WIFI বা browser ব্যাবহার করে try করতে পারেন।
আর কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার computer বা mobile phone WIFI এর সাথে connect করে নিন। তারপর গুগল crome বা যেকোনো browser এ প্রবেশ করুন। তারপর address এ নিচের মত ip address টাইপ করে ওয়েবসাইট টাই প্রবেশ করুন।
ওয়েবসাইট এ প্রবেশ করার পর উপড়ের মত দেখতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছামত movie ডাউনলোড করতে পারবেন। কোনরকম নেট connection ছাড়াই। আপনি যদি লাইভ টিভি চ্যানেল দেখতে চান, সেক্ষেত্রে উপড়ের ৩ ডট এ ক্লিক দিন এবং LIVE TV টা select করে নিন। এখন ইচ্ছামত TV channel দেখতে পারবেন।
অনেকগুলো TV channel এর নাম আপনি দেখতে পারবেন। এখন পছন্দ মত TV চ্যানেল সিলেক্ট করে দেখতে থাকুন।
বিশেষ কিছু কথা আমি যে লিঙ্ক টা আপনাদের দিলাম IP লিঙ্ক তার আগে কোনপ্রকার https:// বা www ব্যাবহার করবেন না। সরাসরি IP টা টাইপ করে সাইট এ প্রবেশ করবেন।