AlMazo.Site

A new world of technology

Tips and Tricks

1111 VPN Zero Trust করে নিন খুব সহজেই!

আসসালামু আলাইকুম।

বাংলাদেশে facebook গত কিছুদিন বন্ধ থাকায়, প্রায় বেশির মানুষ VPN ব্যাবহার করে use করছে। এছাড়া ফ্রি এবং super fast হিসেবে 1111 VPN এর তুলনা হয়না, যে কারণে বেশিরভাগ লোকজন VPN হিসেবে 1111 ই ব্যাবহার করে থাকে। এখন সবকিছু ঠিক থাকলেও আমাদের বিভিন্ন কাজের জন্য VPN ব্যাবহার করার প্রয়োজন হয়ে থাকে।

1111 VPN অনেক কাজে দিলেও এটা একদম ফ্রি নাহ। কিছুদিন ব্যাবহার করার পর পর সমস্যা শুরু হয়ে যায়। তখন ফ্রিতে আর WARP+ feature টা ব্যাবহার করা সম্ভব হয়না। facebook এ অনেকে দেখলাম premium package টা sell দিচ্ছে। আসলে ওরা বিভিন্ন MOD version কে ফ্রি বলে চালিয়ে দিয়ে থাকে। আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিবো কিভাবে আপনারা 1111 VPN ফ্রি তে Zero Trust করে নিবেন।

কিভাবে 1111 VPN Zero Trust করে নিবেন?

প্রথমে আপনারা VPN ওপেন করে 3 Dot থেকে Advanced Option এ প্রবেশ করুন।

তারপর Diagnostics option এ যান।

Diagnostics অপশন এ Client Configuration আইডি পাবেন, এটা কপি করে নিন।

এবার আগের পেইজ এ ফিরে গিয়ে Connection options এ যান।

তারপর DNS settings এ যান।

এবার Gateway DoH Subdomain এ ক্লিক করে আপনার copy করা client configuration id paste করে দিন এবং সেভ করে দিন।

কাজ শেষ। এখন আপনার homepage এ গিয়ে দেখুন আপনার VPN এ Zero Trust চলে এসেছে।

আসা করি সবকিছু বুঝতে পারছেন। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *