AlMazo.Site

A new world of technology

Tips and Tricks

Unlimited Temporary জিমেইল তৈরি করুন শুধুমাত্র একটি Telegram Bot ব্যাবহার করেই!

আসসালামু আলাইকুম। কেমন আসেন সবাই? আসা করি সকলে ভালই আছেন। 

আমরা অনলাইন এ কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট এ demo অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হয়ে থাকে। আর এসব demo account নিজের personal email দিয়ে তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার। কারণ যখন personal একটা অ্যাকাউন্ট করার প্রয়োজন হয় তখন সমস্যা শুরু হয়, এছাড়া নানারকম ফালতু ইমেইল চলে আসে personal email এ। 

আজকে এই সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আনলিমিটেড temp-mail তা আবার জিমেইল ব্যাবহার করতে পারবেন। শুধুমাত্র একটি telegram bot দিয়েই আপনারা করতে পারবেন। আনলিমিটেড temp gmail করতে চাইলে নিচের পদ্ধতি follow করুন। 

প্রথমে আপনারা এই লিঙ্ক এ ক্লিক করে telegram bot টায় join করুন। start এ ক্লিক করে join করে নিন।

তারপর generate লেখায় ক্লিক দিন। 

এই দেখুন আপনার temp জিমেইল পেয়ে গেছেন। এই temporary gmail দিয়ে আপনি otp verify করতে পারবেন। শুধু refresh লেখায় ক্লিক দিলেই আপনার কাঙ্ক্ষিত email এ প্রেরিত মেইল পেয়ে যাবেন। এই ইমেইল টা যেকোনো ওয়েবসাইট এ ব্যাবহার করতে পারবেন।

আপনাদের দেখানোর জন্য আমি real ইমেইল থেকে একটা ইমেইল পাঠিয়ে দেখাচ্ছি।

দেখুন view email in html লেখায় ক্লিক দিলেই সম্পূর্ণ email টা পড়তে পারবেন। 

এই দেখুন আমার ইমেইল টা চলে এসেছে। আপনারা এইভাবেই আনলিমিটেড ইমেইল তৈরি করতে পারবেন খুব সহজেই। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *