AlMazo.Site

A new world of technology

Tips and Tricks

AI দিয়ে আনলিমিটেড ইমেজ তৈরি করুন – Best AI Image Generator টুল

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালই আছেন। 

আজকের পোস্ট এ আমি আপনাদের মাঝে শেয়ার করব best একটা ইমেজ generator tool, যার মাধ্যমে আপনারা সহজেই নিজের পছন্দমত keywords ব্যাবহার করে ইমেজ তৈরি করতে পারবেন। তা আবার আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। 

কোনোপ্রকার অ্যাপ বা সফটওয়্যার ছাড়াই তৈরি করতে পারবেন, শুধুমাত্র একটা ওয়েবসাইট এর মাধ্যমে। আর কথা না বলে চলুন শুরু করা যাক।

প্রথমে আপনি এই লিঙ্ক এ ক্লিক করে ওয়েবসাইট এ প্রবেশ করুন। তারপর আপনার সামনে নিচের মত ইন্টারফেস শো করবে।

তারপর নিচের বক্স এ আপনার বর্ণনা লিখবেন এবং generate image এ ক্লিক করুন।

দেখুন আমার বর্ণনা অনুযায়ী ইমেজ তৈরি হয়ে গেছে। আপনি পুনরায় Generate Image এ ক্লিক করে change করতে পারবেন, একই বর্ণনা দিয়ে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। 

আর এটার Result দেখুন।

পিকচার গুলো ডাউনলোড করতে চাইলে Download Image লেখায় ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। 

এইভাবেই আপনারা এই ওয়েবটুল ব্যাবহার করে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন। 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *