AlMazo.Site

A new world of technology

Tips and Tricks Wordpress

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর ব্লগ পোস্ট এর Screenshot বা ছবিতে Auto Watermark সিস্টেম করে ফেলুন সহজেই!

আসসালামু আলাইকুম।

কেমন আসেন সবাই? আসা করি সকলে ভালো আসেন। আমরা যারা ব্লগার ব্যাবহার করে থাকি, সবসময় চেষ্টা করি ওয়েবসাইট কে নতুন ভাবে সাজানোর জন্য। ব্লগার দের কষ্ট আসলে কেউ বুঝেনা।

একজন ব্লগার অনেক কষ্ট করে পোস্ট লিখে কিন্তু অনেক চোর সেই পোস্ট গুলা কপি করে নিজের ওয়েবসাইট এ নিজের নামে চালিয়ে দেয়। পোস্ট চুরি ঠেকানোর জন্য আমরা কতকিছু না করে থাকি, কিন্তু দিন শেষে দেখা যায় পোস্ট চুরি হয়েই যায়। আজকের এই পোস্ট এ আমি দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইট এর ইমেজ চুরির হাত থেকে রক্ষা করতে পারবেন। আজকে সে সিস্টেম টা দেখাব এটা আপনার ওয়েবসাইট এ করার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর পোস্ট এ যেসব ইমেজ upload করবেন। সেই ইমেজ গুলোতে auto watermark এড হয়ে যাবে। যার কারণে চোর আপনার পোস্ট চুরি করে শান্তি পাবেনা। কেননা অন্যজনের watermark দেওয়া ইমেজ নিজের ওয়েবসাইট এ ব্যাবহার করলে সহজেই ধরতে পারবে পোস্ট টা অন্য ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে। নিচে একটা ডেমো দেখে নিন।

Screenshot এ যেরকম দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনার নাম দেওয়া অনুযায়ী আপনার পোস্ট এর ছবিতে watermark সেট হয়ে যাবে। আপনাকে আর manually watermark এড করতে হবেনা। ছোট একটা javascript কোড আপনার ওয়েবসাইট এ বসালেই হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া। তো চলুন দেখে নেই কিভাবে আপনার ওয়েবসাইট এ এটা এড করতে পারবেন।

watermark সিস্টেম করতে চাইলে প্রথমে আপনাকে নিচ থেকে কোডটা কপি করে আপনার ওয়েবসাইট এর footer.php ফাইল এ বসাতে হবে।

CODE: <script>
var wkStatus = true;
var wkName = “Md Rakib”;
var wkPostBody = “.container”;
var wkScript = document.createElement(“script”);
wkScript.src = “https://mdrakibbd.pages.dev/Tools/watermark.js”;
wkScript.crossOrigin = “anonymous”;
document.head.appendChild(wkScript);
</script>

এবার চলুন জেনে নেই কোড এর কি কি পরিবর্তন করতে হবে। ভালোভাবে লক্ষ্য করুন।

wkStatus = true এটার মানে হল আপনি script টা অ্যাক্টিভ করে রেখেছেন। এটা true থাকলে কাজ করবে এবং false করে দিলে কাজ করা বন্ধ করে দিবে।

wkName = “Md Rakib”; এখানে MD Rakib এর জায়গায় যে নাম টা আপনার ওয়েবসাইট এ Auto watermark হিসেবে বসাতে চাচ্ছেন। সেই নাম টা লিখে দিন।

wkPostBody = “.container”; দেওয়া আছে এখানে আপনার ব্লগপোস্ট এর মেইন div এর class টা দিবেন। যেমন ব্লগারের মেইন div class হচ্ছে post-body।

ব্যাস। কাজ শেষ। আসা করি সবকিছু বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *