ওয়েবসাইট এ ভিসিটর বাড়ানোর সহজ এবং সেরা কিছু উপায় জেনে নিন!
আসসালামু আলাইকুম।
আপনার অবশ্যই একটা ওয়েবসাইট রয়েছে, যার কারণে আপনি পোস্ট এ ক্লিক করেছেন। বর্তমানে লাখের ও বেশি ওয়েবসাইট অনলাইন এ রয়েছে। এই প্রতিযোগিতার যুগে অন্য ওয়েবসাইট কে পিছনে ফেলে নিজের ওয়েবসাইট এ ভিসিটর আনা অনেকটাই কঠিন একটা বিষয়।ওয়েবসাইট এর ভিসিটর শুধু আপনার ট্রাফিক বাড়ায় না, বরং আপনার ওয়েবসাইট এর ব্রান্ড value এবং রাঙ্কিং এ উন্নত করে থাকে। আজকের এই পোস্ট এ আপনার ওয়েবসাইট এ কিভাবে ভিসিটর বাড়াতে পারবেন সেই বিষয়ে এ আলোচনা করব। তো চলুন জেনে নেই কিভাবে একটা ওয়েবসাইট এর ভিসিটর বাড়াতে পারবেন।
Content মার্কেটিং:
একটি ওয়েবসাইট এ ভিসিটর বাড়ানো আসল উপায় হল মানসম্মত content পাবলিশ করা। ওয়েবসাইট এর content অবশ্যই ভিসিটর দের আগ্রহ এবং প্রয়োজন মিটাতে পারবে এরকম হতে হবে। যতসম্ভব হয় পোস্ট বড় করে লিখার চেষ্টা করবেন। এছাড়া পোস্ট এর ভিতরে সকল বিষয় তুলে ধরার চেষ্টা করবেন। আপনার ওয়েবসাইট এর article নিয়মিত আপডেট করার চেষ্টা করবেন, যেন আপনার ওয়েবসাইট এর ভিসিটর নতুন কিছু এবং আপডেট কিছু পায়। নিয়মিত content আপডেট করার কারণে গুগল রাঙ্কিং এ ওয়েবসাইট এর অবস্থান অনেক উন্নত করবে।
SEO অপ্টিমাইজেশন
ওয়েবসাইট এ পোস্ট লিখার জন্য SEO গুরুত্ব অপরিসীম। একটি ওয়েবসাইট এ পোস্ট করার পূর্বে অবশ্যই keyword research করে নিয়ে তারপর পোস্ট করবেন। keyword research করা অনেক জরুরি। কেননা আপনি একটা পোস্ট লিখলেন keyword research ছাড়াই। এখন দেখা গেলো আপনি যে keyword দিয়ে পোস্ট করেছেন, সেই keyword দিয়ে গুগল এ কোনো সার্চ ই হয়না বা সার্চ value অনেক কম এবং ওয়েবসাইট প্রতিযোগী ওয়েবসাইট অনেক বেশি। তাহলে আপনার পোস্ট রাঙ্ক করার সম্ভবনা অনেক কমে যাবে এবং ভিসিটর পাবেন না। অনপেজ এসইও’র মধ্যে আপনার শিরোনাম, সাবহেডিং, মেটা ডেসক্রিপশন, এবং ইমেজ অল্ট টেক্সট এর মধ্যে কিওয়ার্ড অন্তর্ভুক্ত করতে হবে। এতে আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন রেঙ্কিং উন্নত হবে।
Social Media মার্কেটিং:
Facebook, twitter, linkedin এসব social মিডিয়া প্লাটফর্ম এ আপনার ওয়েবসাইট এর পোস্ট শেয়ার করে ভিসিটর আনতে পারেন। এছাড়া আপনি চাইলে টাকা দিয়ে Ads দিতে পারেন আপনার ওয়েবসাইট এর জন্য। এক্ষেত্রে অনেক cost পরবে কিন্তু আপনার ওয়েবসাইট এ targeted ভিসিটর আনতে পারবেন। এটি আপনার content promotion এর পাশাপাশি আপনার ওয়েবসাইট এর ট্রাফিক বাড়াতে সাহায্য করবে।
User এক্সপেরিয়েন্স
বর্তমানে মোবাইল ব্যাবহার করেই ওয়েবসাইট এ বেশি ভিসিট করে থাকে, তাই আপনার ওয়েবসাইট অবশ্যই মোবাইল friendly হতে হবে। যার কারণে মোবাইল ব্যাবহারকারি আপনার ওয়েবসাইট এ প্রবেশ করলে ভাল একটা experiance পাবে। ওয়েবসাইট এর ভিসিটর ধরে রাখার জন্য অবশ্যই loading speed থাকতে হবে। কেননা আপনার ওয়েবসাইট এ ভিসিট করতে দেরি হলে বিরক্ত হয়ে আপনার ওয়েবসাইট ছেড়ে, আপনার প্রতিদ্বন্দ্বীর ওয়েবসাইট এ ঢুকে যেতে পারে।
Email মার্কেটিং:
আপনি চাইলে আপনার ওয়েবসাইট এ newsletter signup সিস্টেম করতে পারেন। যেন আপনার ওয়েবসাইট এ ভিসিটর রা তাদের ইমেইল আপনার ওয়েবসাইট এ subscribe করে রাখতে পারে। পরবর্তীতে আপনার ওয়েবসাইট এ কোনো পোস্ট দিলেই আপনার ভিসিটর এর ইমেইল এ পোস্ট সম্পর্কে আপডেট চলে যাবে। পার্সোনালাইজড ইমেইল কনটেন্ট আপনার ভিসিটর দের আকৃষ্ট করতে পারে এবং তাদের পুনরায় আপনার ওয়েবসাইট এ ভিসিট করাতে পারে।
একটি ওয়েবসাইট এর ভিসিটর আনার জন্য অনেক কষ্ট করতে হয়। আপনি উপড়ের নিয়ম গুলো ভালোভাবে follow করে এবং প্রতিনিয়ত আপডেট করার মাধ্যমে ইনশাল্লাহ সহজেই ভিসিটর আনতে পারবেন। আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।