AlMazo.Site

A new world of technology

Technology

ChatGPT-4o ব্যাবহার করুন একদম ফ্রিতে! ১০০% কাজ করবে

ChatGPT-4o হল openai এর ChatGPT এর নতুন version। আপনারা সকলেই ChatGPT সম্পর্কে অবগত আসেন। আসলে openai এর ChatGPT AI অনলাইনের কাজর ক্ষেত্রে অনেক সহজতর করে দিয়েছে। কিছুদিন আগেও যেটা কার কল্পনাতেও ছিলনা, আজকে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র AI এর মাধ্যমে। 

ChatGPT এর কয়েকটা version রয়েছে তার মধ্যে সবচেয়ে update version টা হচ্ছে ChatGPT-4o, যেটা স্বল্প সময়ের জন্য ফ্রিতে দিলে টা মাত্র কয়েকবার ব্যাবহার করলেই শেষ হয়ে যায়। আবার অপেক্ষা করতে হয় ChatGPT-4o ফ্রিতে চালু হওয়ার জন্য। আর এসব অপেক্ষার ঝামেলা না নিতে চাইলে premium কিনে নিতে হয়, যার price টাও অনেক। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এমন একটা website শেয়ার করতে করব। যার মাধ্যমে সহজেই ফ্রিতে ChatGPT-4o ব্যাবহার করতে পারবেন। 

তবে একটা কথা আছে এখানে কিছু limitation রয়েছে। এই ওয়েবসাইট এ মূলত তারা premium subscription বিক্রি করে থাকে, এইজন্যই প্রথমবার account খুললে প্রথমে আপনাকে তারা কিছু credit free তে ব্যাবহার করার জন্য দিবে। যার মাধ্যমে আপনি ChatGPT-4o ব্যাবহার করতে পারবেন। 

কিছুক্ষণ ব্যাবহার করলেই আপনি আর এই accoount দিয়ে ফ্রিতে ব্যাবহার করতে পারবেন না। আপনাকে তাদের premium subscription ক্রয় করতে হবে। কিন্তু এখানে মজার বিষয় টা হচ্ছে এখানে আপনি temp-mail ব্যাবহার করে account করতে পারবেন। যার কারণে আপনার credit শেষ হয়ে গেলে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট make করে আবার ফ্রি তে ব্যাবহার করতে পারবেন। এখানে benefit তা হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবেনা ফ্রি হওয়ার জন্য “OpenAI” ওয়েবসাইট এর মত। আপনি নিজেই ফ্রি করে নিতে পারবেন instant এবং যেকোনো সময়। এই পোস্ট টা সবার কাছে ভাল নাও লাগতে পারে, কিন্তু অনেকের কাছে এই পোস্ট টা অনেক important। অনেক কথা বললাম তো আর কথা না বলে চলুন শুরু করা যাক।

ChatGPT-4o কিভাবে ফ্রিতে ব্যাবহার করতে পারবেন?

প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। এরপর নিচের মত দেখতে পারবেন। 

এখন উপড়ের form এ Name এর যায়গায় নাম বসান, email এর জায়গায় আমরা temp-mail এর ইমেইল ব্যাবহার করব। তারপর password দিয়ে create account এ ক্লিক করে দিন।

এবার temp-mail এ আপনাকে একটা verification email পাঠাবে। এখন মেইল টা ওপেন করে verify করে ফেলুন। 

Verification হয়ে গেলে এখন আপনাকে আবার login করতে হবে। Login করলে নিচের মত interface দেখতে পারবেন। এখন নিচ থেকে ChatGPT-4o সিলেক্ট করে নিন। Account করার পর পর ই আপনাকে ফ্রিতে .50$ credit দিবে। যা ব্যাবহার করে সহজেই ChatGPT-4o ব্যাবহার করতে পারবেন। 

দেখুন আমি AI এর মাধ্যমে একটা গান লিখতেসি। আপনারা এইভাবে সহজেই ব্যাবহার করতে পারবেন একদম ফ্রিতে। 

এইভাবেই আপনারা সহজেই ফ্রিতে ChatGPT-4o ব্যাবহার করতে পারবেন। যদি আপনাদের credit শেষ হয়ে যায়। তাহলে আবার আগের proccess follow করে নতুন করে account করে আবার ফ্রিতে ব্যাবহার করতে পারবেন। আসা করছি সকলেই বুজতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *