AlMazo.Site

A new world of technology

Tips and Tricks

Avast Secureline Vpn কি? এটার কাজ কি? কিভাবে free তে উপভোগ করবেন?

আসসালামু আলাইকুম। কেমন আসেন সবাই? আসা করি সকলে ভালই আসেন। আজকে আমি আপনাদের মাঝে avast secureline vpn কি? এটার কাজ কি? কিভাবে free তে উপভোগ করবেন? এই সকল বিষয়ে জানাব।

Avast secure line vpn সম্পর্কে সকলেই অবগত আছেন তারপরেও যাদের এই সম্পর্কে ধারনা নেই, তাদের জন্য কিছু তথ্য দেয়া হল।

Avast Secureline Vpn কি?

Avast secureline vpn মূলত একটি virtual network provider এপ। যা মূলত internet browsing করার সময় নিজের পরিচয় গোপন রাখতে সহযোগিতা করে থাকে। এই avast vpn মূলত ব্যাবহারকারির dns এবং ip address পরিবর্তন করে থাকে। যার ফলে যে website এ browing করা হয়, সেই website এর মালিক user এর আসল ip address এবং dns address track করতে পারেনা। 

এছাড়া বিভিন্ন blocked ওয়েবসাইট browing করার জন্য এসব vpn software সহযোগিতা করে থাকে। 

Avast Secureline Vpn এর কাজ কি

  1. Internet ব্যাবহার এ গোপনীয়তা রক্ষা: Avast Vpn আপনার ইন্টারনেট connection কে encrypt করে থাকে। যা আপনার online এ সংঘটিত সকল কাজকে hacker, internet service provider এবং যেকোনো ব্যক্তির থেকে গোপন করে থাকে।
  2. Location গোপন করা: এই vpn আপনার আসল location লুকিয়ে রাখতে সহযোগিতা করে থাকে। আপনার আসল ip address কে গোপন রেখে একটা virtual ip এর মাধ্যমে অন্য location provide করে থাকে। 
  3. Safe Browsing পাবলিক Wifi:  এই vpn বিভিন্ন public wifi ব্যাবহার করার সময় আপনার আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য যেমনঃ password, banking information ইত্যাদি তথ্য চুরির হাত থেকে রক্ষা করতে সহযোগিতা করে থাকে।
  4. Geo blocked content অ্যাক্সেস: আপনার geo location এ blocked করা বিভিন্ন website এর content access নিতে সহযোগিতা করে থাকে।
  5. Safe Private ব্রাওজিং: এই vpn আপনার ব্রাউজার ইতিহাস এবং online এর যাবতীয় কার্যক্রম গোপন রাখতে সহযোগিতা করে থাকে, আপনার আপনার online গোপনীয়তা বিদ্ধি করে থাকে।

Avast Secureline Vpn এর সকল premium features কিভাবে ফ্রিতে নিবেন

প্রথমে play store এ যান তারপর avast secureline vpn লিখে search দিতে হবে। আপনারা চাইলে সরাসরি এই লিঙ্ক থেকে play store থেকে ডাউনলোড দিতে পারেন। 

তারপর app টা open করুন এবং get started এ click করুন। 

তারপর see subscription এ click দিন। 

তারপর already purchased লেখায় ক্লিক দিন।

তারপর enter activation code এ click দিন 

এখন activation code এর জায়গায় নিচের ৩ টি code এর যেকোনো একটি কোড ব্যাবহার করুন এবং active লেখায় ক্লিক দিন। 

✅ 94XTGM-WV6Q52-5SUF3J
✅ XNE948-VYYCP2-5SUF4S

✅ 2XWKUG-5UX972-5SUFCJ

ব্যস। আপনার অ্যাভাস্ট vpn এর premium features active হয়ে গেছে।

এখন এই avast vpn এপ টির মাধ্যমে premium vpn এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *