AlMazo.Site

A new world of technology

Wordpress

যেকোনো ওয়েবসাইট এর CMS প্লাটফর্ম বের করুন খুব সহজেই একটা মাত্র ক্লিক করেই

CMS Platfrom এর মাধ্যমে সহজেই কোনরকম coding জ্ঞান ছাড়াই website তৈরি করা সম্ভব হয়। CMS এর পূর্ণরূপ হল Content Management System। CMS গুলোর উদাহরণ এর মধ্যে হল wordpress, joomla, drupal এবং magneto। CMS এর মাধ্যমে মূলত সহজেই content management সহ সকল interface user friendly করে থাকে যার কারণে কোনরকম coding দক্ষতা ছাড়াই সহজেই website management এবং ওয়েবসাইট এর content update এবং manage করা সম্ভব হয়ে থাকে। 

আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট এ ভিসিট করে থাকি। একেক ওয়েবসাইট একেক রকম CMS ব্যাবহার করে থাকে। যেমন আপনি যে আমাদের ওয়েবসাইট এ পোস্ট তা পরতেছেন। এই ওয়েবসাইট মূলত wordpress CMS ব্যাবহার করে তৈরি করা হয়েছে। এই wordpress CMS এর কারণে আমরা এডমিন রা সহজেই content management এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারতেছি তাও আবার কোনরকম coding skill ছাড়াই। নিজের পছন্দ মত design করতে সক্ষম হচ্ছি। আসা করছি CMS সম্পর্কে আপনাদের ধারনা আগে থেকেই রয়েছে যার কারণেই আপনি পোস্ট টাতে ক্লিক করেছেন। 

আজকে আমি আপনাদের সাথে যে tool তা share করব, এই tool টা ব্যাবহার করে সহজেই বুজতে পারবেন কোন ওয়েবসাইট টা কোন CMS ব্যাবহার করে তাদের ওয়েবসাইট তা পরিচালনা করতেছেন। 

ওয়েবসাইট এর CMS চেক করার নিয়ম:

আমরা ওয়েবসাইট এর CMS চেক করার জন্য একটি tool ব্যাবহার করব। যে tool টা যেকোনো ওয়েবসাইট এর CMS চেক করে আমাদের জানিয়ে দিবে। এছাড়া আর বেশ কিছু তথ্য প্রদান করবে। 

প্রথমে whatcms.org ওয়েবসাইট এ ভিসিট করুন। 

তারপর আপনি যে ওয়েবসাইট এর CMS চেক করতে চান সেই ওয়েবসাইট টার নাম নিচের বক্স এ লিখুন এবং search বাটন এ ক্লিক করুন। ব্যাস। দেখুন কত সহজেই আমাদের ওয়েবসাইট টা wordpress CMS ব্যাবহার করে তৈরি করা হয়েছে, এই ওয়েবসাইট সহজেই detect করতে পেরেছে। 

আপনি চাইলে এই tool ব্যাবহার করে ওয়ার্ডপ্রেস website এ কোন theme টা ব্যাবহার করা হয়েছে সেই theme এর নাম ও জানতে পারবেন। নিচের screenshot এর জায়গায় ক্লিক দিন। তারপর আগের মতই website এর নামে টা type করুন এবং সার্চ icon টাই ক্লিক দিন। তারপর arrow বাটন টাই ক্লিক করে দিন। 

তারপর আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট টা যে theme ব্যাবহার করেছে সহজেই দেখতে পারবেন। আজকের মত এই পর্যন্তই। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। WordPress সম্পর্কে যেকোনো সহযোগিতা লাগলে comment করতে পারেন এবং এইরকম তথ্যবহুল পোস্ট পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ। 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *