আসসালামু আলাইকুম।
আমরা যারা blogging করে থাকি এবং আমাদের এত কষ্ট করে লেখা পোস্ট যখন গুগল এ rank না করে তখন খুব ই খারাপ লাগে। যখন অনেক চেষ্টা করে ও ওয়েবসাইট এ visitor না আসে তখন blogging এর উপড়ে একটা বিরক্তকর ভাব চলে আসে। একটি ওয়েবসাইট এর পোস্ট rank করার জন্য অনেকগুলো factor কাজ করে থাকে।
আজকের পোস্ট এ search colsole analaysis করে কিভাবে একটা পোস্ট rank করাতে পারবেন সেই বিষয়ে আপনাদের জানাবো। ব্লগ পোস্ট rank করানোর গুগল রোবট কিছু item খুঁজে থাকে। এই item গুলো কিভাবে খুঁজে পাবেন এবং এই item গুলোর সাহায্যে কিভাবে ওয়েবসাইট এর পোস্ট rank করানোর জন্য কাজ করতে পারেন আজকে আমি এই বিষয়ে আপনাদের জানাব।
Why Valid Items Important For SEO?
আপনার ব্লগ ওয়েবসাইট এ যখন একটা পোস্ট করা হয় তখন গুগল রোবট আপনার ওয়েবসাইট এর পোস্ট লিঙ্ক এ ঢুকে এবং কিছু আইটেম খুঁজে থাকে। প্রত্যেকটা আইটেম এর আলাদা আলাদা নাম রয়েছে। যখন গুগল আপনার আইটেম খুঁজে পায়, তখন গুগল সিদ্ধান্ত নেয় আপনার পোস্ট টা কত নাম্বার ranking এ থাকবে। আপনার ওয়েবসাইট এ যত বেশি আইটেম থাকবে, আপনার পোস্ট ranking এর সম্ভবনা তত বিদ্ধি পাবে। এই আইটেম গুলো কি কি হতে পারে তা নিচে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিব।
How To Check Valid Items For Seo?
Valid Items চেক করার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন গুগল আপনার পোস্ট এর কোন কোন আইটেম গুলো detect করতে পেরেছে। আর এই valid items গুলো চেক করার জন্য আমরা গুগল সার্চ colsole এর Rich Result Test টুল টা ব্যাবহার করব। তো প্রথমে লিঙ্ক এ ক্লিক করে ওয়েবসাইট টায় প্রবেশ করুন এবং আপনার পোস্ট এর লিঙ্ক বক্স টায় দিয়ে Test URL এ ক্লিক করে দিন।
তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার পোস্ট এর ৪ টা valid items গুগল detect করেছে। একটু নিচে গেলেই আপনি items গুলো দেখতে পারবেন। আমার পোস্ট এ যে ৪ টি আইটেম delect করেছে তা হল- Articles, Breadcrumbs, FAQ এবং Site Link সার্চ বক্স।
Valid Items গুলোর কাজ কি?
ভ্যালিড আইটেম গুলোর প্রধান কাজ মূলত গুগল রোবট কে বুঝতে সাহায্য করা আপনার পোস্ট গুলো কতটা quality পূর্ণ এবং শেষে valid items গুলো পোস্ট কে seo করে ranking এ উন্নত করে থাকে।
Articles: Blog ওয়েবসাইট মানেই article সুতরাং এই আইটেম টা automatically detect করবে। আবার অনেক ক্ষেত্রে detect করতে পারেনা। এই কারণে আমরা ব্লগ পোস্ট কমপক্ষে ৫০০+ words এবং সঠিক নিয়মে seo friendly পোস্ট তৈরি করতে হবে। তা না হলে গুগল আপনার পোস্ট detect করতে না পারলে আপনার পোস্ট গুগল এ সার্চ result এ শো করবে নাহ।
Breadcrumbs: এটা মূলত একটি নেভিগেশনাল মেনু, যার মাধ্যমে ইউজার রা সহজেই বুজতে পারে তিনি ওয়েবসাইট এর কোন category এর ভিতরে আছেন বা পূর্ববর্তী অবস্থান গুলো দেখিয়ে থাকে। এই breadcrumbs এর মাধ্যমে ব্যাবহার কারি সহজেই এক পেইজ থেকে অন্যও পেইজ এ যেতে পারে। ব্যাবহারকারি যেনো সহজেই পোস্ট গুলো category অনুযায়ী নির্বাচন করতে পারে এটার জন্য ও এটা কাজ করে থাকে। উদাহরণ সরূপঃ Home > WordPress> Mobile Phones> ওয়েবসাইট এর পোস্ট rank করান সহজেই! কিছু সমস্যার সমাধান করে
FAQ: বেশিরভাগ ব্লগাররাই এই অপশন টা পায়না। FAQ এর পূর্ণরূপ হল Frequently Asked Questions মানে প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নকে বোঝায়। আমরা গুগল এ কোনো প্রশ্ন সার্চ করার সময় আমরা হয়তো খেয়াল করেছি কোনো ওয়েবসাইট এ প্রবেশ না করেই উত্তর পেয়ে থাকি। FAQ option টা মূলত business ওয়েবসাইট গুলোতে বেশি ব্যাবহার করা হয়ে থাকে। FAQ সেকশনটি ব্যবহারকারীদের দ্রুত এবং সহজে তথ্য পেতে সহায়তা করে এবং তাদের প্রয়োজনীয় সমাধান খুঁজে পেতে সহায়ক হয়, যাতে তারা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ না করেও তাদের প্রশ্নের উত্তর পেতে পারে।
Site Link Searchbox: এর মানে বোঝায় আপনার পোস্ট google এ ইনডেক্স হয়েছে। যদি এটা আপনার ওয়েবসাইট এ ক্ষেত্রে না দেখায় তাহলে বুঝতে হবে আপনার পোস্ট এর ভিতরে সমস্যা রয়েছে। সঠিক নিয়মে seo friendly পোস্ট করবেন এবং Site Link Searchbox এর schema markup তৈরি করবেন। বেশিরভাগ CMS এ এটা automatic generate করে থাকে।
আশা করি কিছুটা হলে আপনাদের বুঝাতে পেরেছি। আসা করি আপনি উপড়ের বিষয়গুলো follow করে ভালো একটা ফলাফল পাবেন। আপনার ওয়েবসাইট এ সকল items গুলো রাখার চেষ্টা করবেন তাহলে আপনার পোস্ট রাঙ্ক করার সম্ভবনা বিদ্ধি পাবে অনেকগুনে।