AlMazo.Site

A new world of technology

Wordpress

WordPress Blog সাইট এর পোস্ট এর সাথে স্টার Rating সিস্টেম করে ফেলুন সহজেই!

আসসালামু আলাইকুম। আসা করি সকলেই ভালই আছেন। আজকে আমরা যারা wordpress ওয়েবসাইট ব্যাবহার করে থাকি। তাদের জন্যই মূলত আজকের পোস্ট। টাইটেল দেখেই আপনারা হয়ত বুঝতে পারছেন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ পোস্ট এর সাথে star rating সিস্টেম কিভাবে এড করতে পারবেন এবং স্টার rating system করে আপনার benefit কি হবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব। তো চলুন আর কথা না বলে চলুন শুরু করা যাক। 

Star Rating কি?

আমরা যারা বিভিন্ন online শপ এ প্রবেশ করে থাকি এবং বিভিন্ন product এর সাথে আমরা rating দেখতে পাই। এছাড়া আমরা যখন কোনো wordpress plugin install করতে যায়। তখন ও আগে আমরা reveiws চেক করে নিয়ে থাকি। কিরকম install হয়েছে। এছাড়া plugin টার feedback কি রকম এসব চেক করে থাকি। আমরা সবাই সাধারণত star rating এর সাথে পরিচিত রয়েছি। এখন প্রায় সকল যায়গাতেই star rating সিস্টেম টা করা থাকে, যেন ইউজার রা সহজেই rating দেখেই বুঝতে পারে কতটা content বা product টা trustful হতে পারে। এই যুগে আপনি পিছনে পরে থাকবেন কেনো? চলুন আমরা আমাদের blog ওয়েবসাইট এর পোস্ট এর সাথে rating system করে ফেলি। এসব rating system এর অনেক benefit ও রয়েছে। 

Star Rating ব্যাবহার করার Benefits?

Interaction: আপনার পোস্ট এর সাথে ব্যাবহারকারি কতটা সম্মতি জানিয়েছে তা সম্পর্কে জানতে পারবেন। 

Content Upgrade: আপনার পোস্ট এর rating দেখেই আপনি পোস্ট এর মান কিছুটা ইউজার এর rate দেখেই বুঝতে পারবেন এবং সে অনুযায়ী upgrade করতে পরবেন। 

Trustness: star rating সিস্টেম টা ব্যাবহার করার মাধ্যমে আপনি ইউজার দের trust অর্জন করতে পারবেন। ইউজার রা যখন কোনো পোস্ট এ বেশি rating দেখবে তখন সে confirm হয়ে যাবে, পোস্ট টা আসলেই অনেক কাজের। 

Feedback: Star Rating সিস্টেম করার মাধ্যমে আপনার ইউজার দের থেকে feedback নিতে পারবেন সহজেই। আপনার content কতটা ভালো বা খারাপ হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন। 

Seo Benefit: আপনার seo এর ক্ষেত্রে অনেক অনেক লাভবান হতে পারবেন Star rating সিস্টেম করার মাধ্যমে। গুগল search colsole যখন দেখতে পারবে আপনার পোস্ট এ ভালো rating রয়েছে, তখন আপনার পোস্ট টা rank করতে অনেক সুবিধা হবে। 

WordPress Blog সাইট এ star rating সিস্টেম যুক্ত করার নিয়মঃ

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর Dashbaord এ লগইন করুন। তারপর Add New Plugin লেখায় ক্লিক করে দিন।

তারপর kk star ratings লিখে সার্চ করুন। এই plugin টা অনেক কাজের একটা plugin. এই plugin এর rating এবং download অনেক বেশি রয়েছে। যাই হোক Plugin টা install এবং active করে নিন। 

তারপর plugin টার settings অপশন এ প্রবেশ করুন এবং নিচের অপশন টা based on ip address অপশন টি টিক mark করে দিন, বাকি সব অপশন আগের মতই থাকবে শুধু save changes এ ক্লিক করে save করে নিন।

আপনি চাইলে আরো অনেক custimize করে নিতে পারবেন নিজের মত। অনেক অপশন রয়েছে customize করার মত। যেমন rating সিস্টেম টা কোথায় show করবে পোস্ট এর। যাই হোক নিজের মত update করে নিবেন বাকি settings গুলো। এখন চলুন পোস্ট এ ঢুকে দেখা যাক।

এইভাবেই আপনি আপনার ওয়েবসাইট এ স্টার rating সিস্টেম করতে পারবেন। আসা করি সকল কিছু বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *