আসসালামু আলাইকুম। কেমন আসেন? আসা করি সকলে ভালই আছেন।
আজকে আপনাদের মাঝে নতুন একটা telegram earning bot নিয়ে হাজির হলাম। আসা করি সকলে এই বট থেকে ফ্রিতে ৩৪০৳ মত ইনকাম করতে পারবেন। তেমন কোনো কাজ না করেই ইনকাম করতে পারবেন। সাথে তো প্রেমেন্ট প্রুফ থাকছেই।
এটা করার জন্য আপানদের ২ টা জিনিসের প্রয়োজন হবে।
১। একটা telegram account
২। একটা NID card
এখানে কাজ একদম সহজ, bot এ join করতে হবে। তারপর আপনাকে বট এ দেয়া exchange link থেকে singup করতে হবে। তারপর আপনার NID কার্ড দিয়ে KYC verify করতে হবে এবং সর্বশেষে exchange থেকে uid এবং deposit address সাবমিট করতে হবে। এখানে যদি আপনার kyc নাও থাকে, তাহলেও ইনকাম করতে পারবেন। প্রতি 5 uxuy এর জন্য এখানে পাবেন 1 invite token। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক।
Project Description:
UX INVITE is the biggest social growth Dapp on Telegram and the largest WEB3 holders community, “link to earn” powered by UXLINKofficial social infrastructure.
Ux ইনভাইট হল লিঙ্ক to ইনকাম এর একটা system, এখানে আপনি বিভিন্ন project এর সাথে collaboration করে ইনকাম করতে পারবেন। এটাকেই মূলত link to earn বলা হয়ে থাকে।
প্রথমে আপনারা এই লিঙ্ক থেকে telegram বট এ join করে নিন। তারপর আপনি নিচের মত interface দেখতে পারবেন।
এখন আপনারা Claim My INVITE TOKEN এর নিচে কাজ দেখতে পারছেন। আমি আপনাদের GETE.IO এটা দিয়েই উদাহরণ দিচ্ছি। আপনারা GATE.IO বাটন এ ক্লিক করে দিন। তারপর আপনারা register button এ ক্লিক দিন এবং email, password, tick mark করে দিয়ে sign up এ ক্লিক করে দিন।
তারপর আপনার ইমেইল এ একটা confirmation mail যাবে। সেটা আপনারা confirm করে নিন। এতদূর পর্যন্ত কাজ শেষ হলে এখন আপনাকে identity verification করতে বলবে। এখন আপনাকে NID কার্ড এর front এবং back part দিয়ে kyc verification টা complete করে নিন।
Verify হতে কিছুক্ষণ সময় লাগবে। তো verification complete হয়ে গেলে spot option এ গিয়ে deposit option খুঁজে বের করুন। তারপর invite select করুন এবং deposit address ও memo copy করে নিন।
তারপর বট এ প্রবেশ করে নিচের মত uid ও deposit address এবং memo paste করে দিন।
ব্যাস। কাজ শেষ। এখন আর কোন কাজ করতে হবেনা। সর্বোচ্চ ৪৮ ঘণ্টার ভিতরে payment পেয়ে যাবেন।
Payment Proofs:
এই প্রোজেক্ট এর মুল প্রোগ্রাম হল reffer করা। আপনি এখানে রেফার করার মাধ্যমে 200 coin= 1.60$ ইনকাম করতে পারবেন। তো আর দেরি না করে reffer করে ইনকাম শুরু করে দিন।
যেকোনো সমস্যা হলে কমেন্ট বক্স এ জানাতে ভুলবেন না। ধন্যবাদ।