AlMazo.Site

A new world of technology

earn money from online
Blogger Online Earning Wordpress

Website কি? Website তৈরি করে কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারবেন?

আসসালামু আলাইকুম।

২০২৪ এ প্রায় ৯৫% মানুষ ওয়েবসাইট শব্দটির সাথে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় বেশির ভাগ সময় ইন্টারনেট বা অনলাইন এই পার হয়ে যায়। ইন্টারনেট ছাড়া যেন জীবন কল্পনাও করা যায়না। এই ইন্টারনেট এর প্রাণ শক্তি হলো website, ওয়েবসাইট এর মাধ্যমেই প্রায় ইন্টারনেট এর সকল কাজ পরিচালনা করা হয়। ইন্টারনেট এর প্রধান উপাদান এ হল ওয়েবসাইট। ইউটিউব,ফেইসবুক, টুইটার, instagram, telegram এসব মূলত ওয়েবসাইট এর মাধ্যমেই পরিচালনা হয়ে থাকে। আমরা অনেকেই জানিনা ওয়েবসাইট কি? কিভাবে কাজ করে থাকে। আমরা অনলাইন এ যত সময় spend করে থাকি বেশির ভাগ সময় আমরা বিভিন্ন social media প্লাটফর্ম, product এর ওয়েবসাইট, photo editing, online gaming, online streaming এছাড়া মুভি ডাউনলোড সহ এসব কাজ করে থাকি। এসব কাজ মূলত আমরা ওয়েবসাইট এর মাধ্যমেই সম্পূর্ণ করে থাকি। আমরা যখন এসব কাজ করি তখন আমাদের বিভিন্ন ওয়েবসাইট এ ভিসিট করে থাকি। আলাদা রকম কাজের জন্য আলাদা রকম ওয়েবসাইট রয়েছে এই অনলাইন এ।

বিশ্বব্যাপী লাখ লাখ ওয়েবসাইট রয়েছে বিভিন্ন কাজের জন্য, এর সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। অনলাইন এ মোট কতগুলা ওয়েবসাইট রয়েছে টা বলা কঠিন, তবে ২০২৪ সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী, মোট প্রায় ২ বিলিয়নেরও বেশি ওয়েবসাইট অনলাইনে সক্রিয় রয়েছে। এসব ওয়েবসাইট থেকে হাজার হাজার ডলার ইনকাম করে নিচ্ছে অনেক content writer রা। আজকের এই পোস্ট এ আমি আপনাদের মাঝে শেয়ার করব ওয়েবসাইট সম্পর্কে বিশেষ কিছু তথ্য। আসা করি মনোযোগ দিয়ে আপনারা পোস্ট টা পড়বেন। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক।

ওয়েবসাইট কি? (What is Website)?

what is website

ওয়েবসাইট (Website) হলো ইন্টারনেট এ প্রকাশিত অনেকগুলো ওয়েবপেজ এর মিশ্রণ। একটি নির্দিষ্ট ওয়েব server এ রাখা ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি, যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইন্টারনেট এর মাধ্যমে সহজেই অ্যাক্সেস করা সম্ভব হয়। সকল ওয়েবসাইট এ কিছু ওয়েবপেজ, তথ্য বা content থাকে। একটি ওয়েবসাইট হল এমন একটি জায়গা যেখানে অনেকগুলো ওয়েবপেজ একসাথে রাখা হয়। আর এসব ওয়েবপেজ HTML ডকুমেন্ট দিয়ে তৈরি হয়ে থাকে, যা HTTP HyperText Transfer Protocol) প্রোটোকলের মাধ্যমে ওয়েব server থেকে ইন্টারনেট ব্যাবহারকারির ব্রাউজার এ প্রকাশ হয়ে থাকে।

আপনি গুগল এ সার্চ করার পর এই পোস্ট টি দেখছেন, এই পোস্ট তাও মূলত একটি ওয়েবপেজ। আমাদের ওয়েবসাইট এর প্রতিটা content একটি করে ওয়েবপেজ তৈরি করে থাকে। আর এটার সমষ্টি ই হল ওয়েবসাইট। আপনি যখন কোনও ওয়েবসাইট এ ভিসিট করে থাকেন যেকোনো প্রয়োজনে, তখন সেই ওয়েবসাইট এ অনেকগুলো ওয়েবপেজ আপনি খেয়াল করেছেন হয়তো। এসব ওয়েবপেজ একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে এবং সবকিছু মিলেই একটা ওয়েবসাইট তৈরি হয়। আর এসব ওয়েবসাইট একটি server এর সাথে connect থাকে। যার কারণে ইন্টারনেট ব্যাবহার করে সহজেই যেকোনো জায়গা থেকে content বা তথ্যের access নেয়া সম্ভব হয়। এই কারণে WWW বা World Wide Web বা “বিশ্বব্যাপী জাল” নাম দেয়া হয়েছে।

সহজ ভাষায় ডোমেইন এর মাধ্যমে দর্শন যোগ্য ওয়েব সার্ভারে জমা রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে একসাথে ওয়েবসাইট বা সাইট বলা হয়। এই পোস্ট এ অনেকবার ওয়েবপেজ উল্লেখ করা হলেও ওয়েবপেজ কি টা আপনাদের জানানো হয়নি। তো চলুন জেনে নেই ওয়েবপেজ কি।

ওয়েবপেজ কি? (What is Webpage)?

what is webpage

আপনি যখন আমার পোস্ট টি পরছেন, এটা single একটা ওয়েবপেজ। এই ওয়েবপেজ টা মূলত HTML (HyperText Markup Language) একটি coding language দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া আর অনেক coding language ব্যাবহার করা হয়ে থাকে এর সাথে। যেমন: Javascript, CSS, Python ইত্যাদি। আসল বিষয় টা হলো আপনি যে single পোস্ট টা পড়তেছেন, এটাই মূলত একটি ওয়েবপেজ। আর একের অধিক এসব ওয়েবপেজ একটি server এর সাথে connect হয়ে domain এর সহযোগিতায় HyperText Transfer প্রোটোকলের মাধ্যমে আপনার ইন্টারনেট সংযোগ এর ফলে আপনার ওয়েব ব্রাউজার এ প্রদর্শিত হয়ে থাকে। ওয়েবসাইট এর ভিতরে Hyper Link, Image Link বা Text Link এর মাধ্যমে আমরা অন্য একটি ওয়েবপেজ এ প্রবেশ করতে পারি। এসব ওয়েবপেজ এ বিভিন্ন তথ্য থাকতে পারে। যেমন: Text, Video, Games, Graphics এছাড়া Hyper Link ও থাকতে পারে।

ওয়েবপেজ কত প্রকার ও কি কি?

ওয়েবপেজ ২ প্রকারের হয়ে থাকে।

  • Static web page
  • Dynamic web page

Static webpage কি?

Static webpage হল যেখানে HTML ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে Text বা stable কিছু প্রকাশ করা হয়। যেটা ওয়েবসাইট এর মালিক পরিবর্তন না করা পর্যন্ত কোন পরিবর্তন হয়না। যেমন static webpage এ একই সাথে আপনার বন্ধু এবং আপনি ভিসিট করলে আপনার বন্ধু যা দেখতে পারবে, আপনি ঠিক তাই দেখতে পারবেন। এ ধরনের ওয়েবপেজ তৈরি করা হয় যদি ভবিষ্যৎ এ পরিবর্তন এর প্রয়োজন না থাকে। এ ধরনের ওয়েবপেজ শুধুমাত্র static information বা স্থির তথ্য দেয়ার জন্য তৈরি করা হয়।

Dynamic webpage কি?

Dynamic webpage মূলত স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন হয়ে থাকে। যেমন আপনি ও আপনার বন্ধু টুইটার বা ফেইসবুক এর homepage এ ভিসিট করেন তখন আপনাদের সামনে একই তথ্য, ছবি বা ভিডিও দেখা যায়না। ২ জনের সামনে ভিন্ন কিছু শো করে থাকে। এটা মূলত dynamic webpage এর কারণে হয়ে থাকে। এই ওয়েবপেজ তৈরি করার জন্য javascript, java, c++ ইত্যাদি programming ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা হয়ে থাকে। Dynamic webpage স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে থাকে। Dynamic webpage গুলো এক ধরনের Application দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাকে বলা হয় Server Proccesing Server Side Script।

Website কিভাবে কাজ করে?

আমাদের ঘুমানোর জন্য যেমন বাড়ির প্রয়োজন হয়, ঠিক তেমন ই ওয়েবপেজ গুলো রাখার জন্য server প্রয়োজন হয়। একটি server এ সকল ওয়েবপেজ একত্রে জমা হয়ে থাকে। যখন আমরা গুগল বা অন্য কোনো search engine ব্রাউজার এর মাধ্যমে ব্যাবহার করে ডোমেইন সার্চ করে থাকি তখন server থেকে এসব তথ্য আপনার ব্রাউজার এ প্রদর্শিত হয়ে থাকে।

ডোমেইন নাম সরাসরি ওয়েব server এর সাথে যুক্ত থাকার কারণে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে আপনার সামনে শো হয়ে থাকে। আপনার ওয়েব ব্রাউজার ওয়েবসাইট এর content বা অন্য তথ্য ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে server থেকে আপনার ল্যাপটপ বা ফোন এ প্রকাশ করে থাকে।

ওয়েবসাইট কেন প্রয়োজন?

আপনার নিজস্ব identity, প্রতিষ্ঠান বা ব্যবসা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য ওয়েবসাইট এর কোনো বিকল্প নেই। আপনি চাইলে ঘুরে ঘুরে মানুষ কে আপনার ব্যবসা বা অন্যকিছু প্রকাশ করতে পারবেন। কিন্তু ইন্টারনেট সংযোগ এর কারণে ওয়েবসাইট এর মাধ্যমে আপনি সহজেই আপনার বিজনেস এর প্রসার ঘটাতে পারবেন।

যেমন ধরুন আপনার একটা কলমের দোকান রয়েছে, যা শুধু সেখানকার local মানুষ আপনার দোকানে যায় এবং ত্রয় করে থাকে। এখন আপনি যদি আপনার কলমের দোকানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেন যেখানে আপনি কলম বিক্রয় করতে পারবেন। সেখানে আপনি চাইলে customer feedback, quality, order way এবং আপনাদের সাথে communication এর একটা ব্যবস্থা করতে পারেন তাহলে সহজেই আপনি বিজনেস করতে পারবেন। এক কথায় আপনি আপনার আপনার চাহিদা মানুষের মাঝে তুলে ধরতে পারবেন সহজেই। এছাড়া বিশ্বের মাঝে আপনার প্রতিষ্ঠান তুলে ধরতে পারবেন। এইভাবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে অনেক বেশি উপার্জন করতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক ওয়েবসাইট এর মাধ্যমে ঘরে বসে ইনকাম করা নিয়ে আর বিস্তারিত তথ্য।

ওয়েবসাইট এর মাধ্যমে ঘরে বসে ইনকাম করা সম্ভব?

earn money from online

অবশ্যই আপনি ওয়েবসাইট এর মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনেকগুলো মাধ্যমে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। অনলাইন এমন একটা জায়গা যেখানে আপনার প্রতিভা দিয়ে খুব সহজেই ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন।

ওয়েবসাইট বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আপনি এখন যে পোস্ট টি পরতেছেন, এটা একটি ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইট এ আমি টেকনোলজি সম্পর্কে পোস্ট করে থাকি। এখন আমার ওয়েবসাইট এ এডস বসিয়ে ইনকাম করতে পারব। এখানে আমি আমার প্রতিভা শেয়ার করতেছি। এছাড়া যেমন ধরুন ফেইসবুক, তারা communication এর একটা ব্যবস্থা করে দিয়েছে। তারা অনেকভাবে ইনকাম করতেছে। আবার ধরুন daraz, তারা অনলাইন এ বিভিন্ন product বিক্রয় করে ইনকাম করতেছে।

আপনি অনলাইন এ লাখ লাখ ওয়েবসাইট দেখতে পারবেন। তার ৯৫% ওয়েবসাইটের মালিক উপার্জনের উদ্দেশ্যেই ওয়েবসাইট পরিচালনা করে থাকে। এখন বিষয় টা হলো আপনি চাইলে আপনার প্রতিভা শেয়ার করে ইনকাম করতে পারবেন। এছাড়া বিভিন্ন বিজনেস এর জন্য ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন।

আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফ্রিতে blogging করে কিভাবে ইনকাম করতে পারবেন। Blogging করার জন্য প্রথমে আপনাকে niche সিলেক্ট করতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ আপনি সেই বিষয় এ পোস্ট করতে পারবেন এবং সেই ওয়েবসাইট এ ভিসিটর নিয়ে আসার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

Blog লিখে ওয়েবসাইট দিয়ে ইনকাম

প্রথমে আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি চাইলে ফ্রিতে blogger.com ব্যাবহার করে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। গুগল বা ইউটিউব এ সার্চ দিলেই পেয়ে যাবেন কিভাবে একটি blogger ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারবেন। ওয়েবসাইট ready হয়ে গেলে আপনি আপনার ওয়েবসাইট এ Ads বসিয়ে ইনকাম করতে পারবেন।

Google Adsense থেকে ইনকাম:

ব্লগ ওয়েবসাইট এর জন্য সবচেয়ে সহজ এবং বেশি উপার্জন এর উপায় হল গুগল অ্যাডসেন্স। আপনার ওয়েবসাইট এ পোস্ট করার পর যখন ভিসিটর আসা শুরু করবে তখন চাইলে আপনি অ্যাডসেন্স এর আবেদন করতে পারবেন। আপনার ওয়েবসাইট এর সকল কিছু ঠিকঠাক থাকলে গুগল আপনাকে Approved দিয়ে দিবে। Approved পাওয়ার পর আপনি তাদের Ads আপনার ওয়েবসাইট এ বসাতে পারবেন। যখন ভিসিটর আপনার ওয়েবসাইট এ প্রবেশ করবে এবং কোনো এডস এ ক্লিক করবে আপনার ইনকাম হবে। তবে গুগল অ্যাডসেন্স approved পাওয়া অনেকটাই কঠিন একটা ব্যাপার। গুগল অ্যাডসেন্স approved পেতে হলে আপনাকে তাদের সবগুলো নীতিমালা মেনে ওয়েবসাইট এ পোস্ট করতে হবে। গুগল অ্যাডসেন্স সম্পর্কে আর বিস্তারিত জানতে ইউটিউব এবং গুগল এর বিভিন্ন ভিডিও বা ব্লগ পোস্ট দেখতে পারবেন।

Google Adsense ছাড়াই ইনকাম করুন

আপনার ওয়েবসাইট এ যদি ভিসিটর থাকে তাহলে google adsense ব্যতীত বিভিন্ন Ads এর ওয়েবসাইট থেকে এডস নিয়ে আপনার ওয়েবসাইট এ বসিয়ে ইনকাম করতে পারবেন। Ad Space এটা একটা Ads network প্লাটফর্ম এখান থেকে আপনি চাইলে সহজেই Ads নিতে পারবেন কোনরকম approval ছাড়াই। এছাড়া আর অনেক trusted ads network রয়েছে। আপনারা একটু ঘাটাঘাটি করলেই খুঁজে পাবেন।

আজকের মত এই পর্যন্তই। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্স এ জানিয়ে দিতে ভুলবেন নাহ। ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *