আসসালামু আলাইকুম।
আসা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যারা youtubing করে থাকি তারা সকলেই audacity এর সাথে পরিচিত রয়েছি। ফ্রি তে audio edit করার জন্য audacity এর থেকে ভালো কোন tool পাওয়া আসলে অনেক দুষ্কর। অনেক ভালো software থাকলেও টাকা দিয়ে কিনে নিতে হয়।
আজকের পোস্টে আমি আপনাদের দেখিয়ে দিবো কিভাবে আপনারা ফ্রি তে audacity ব্যাবহার করে সুন্দর ভাবে অডিও থেকে noise গুলো remove করতে পারবেন। শুধুমাত্র একটা AI Plugin ব্যাবহার করেই কোনরকম কাহিনী ছাড়াই করতে পারবেন। আমি আপনাদের AI plugin ইন্সটল করা থেকে শুরু করে আমার একটা অডিও থেকে noise remove করে দেখিয়ে দিবো। আজকে যে plugin টা আপনাদের মাঝে শেয়ার করব plugin টার অনেক features রয়েছে। আজকে শুধু একটা features নিয়ে কথা বলব আপনাদের সাথে, কিভাবে noise রিমুভ করতে পারবেন। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক।
Audacity তে ফ্রি AI Plugin ব্যাবহার করে অডিও থেকে noise রিমুভ করে ফেলুন!
প্রথমে আপনাদের এই লিঙ্ক এ ক্লিক করে AI Plugin টা ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনার Audacity তে প্রবেশ করতে হবে। তারপর নিচের মত Edit এ ক্লিক করে নিন এবং preferences লেখায় ক্লিক করে দিন।
তারপর নিচের মত modules লেখা দেখতে পারবেন। তারপর ডান সাইড থেকে scroll করে mod-openvino সেটিং টা বের করে enabled করে দিন।
এবার আপনার কাজ শেষ। আপনি AI Plugin টি install করতে সক্ষম হয়েছেন।এবার আমি আমার মাইক দিয়ে record করা অডিও টি audacity তে নিয়ে নিচ্ছি। দেখুন আমার অডিও তে noise রয়েছে। এখন আমি আপনাদের সামনে এই অডিও থেকে noise রিমুভ করে দেখিয়ে দিবো। এখন noise রিমুভ করার জন্য আপনার keyboard এর CTRL + A বা CMD + A টাইপ করে সম্পূর্ণ অডিও টা সিলেক্ট করে নিতে হবে।
এরপর আপনাকে Effects> OpenVINO AI Effects> OpenVINO Noise Supperssion টা সিলেক্ট করে নিন।
এখন আপনি নিচের মত দেখতে পারবেন, এখন শুধু apply তে ক্লিক করে দিন। ব্যাস আপনার কাজ শেষ।
এবার আপনার অডিও চেক করে দেখুন আপনার অডিও থেকে noise রিমুভ হয়ে গেছে। এইভাবেই আপনি আপনার অডিও থেকে noise remove করতে পারবেন একদম ফ্রি তে audacity ব্যাবহার করে এবং এই AI Plugin টার সাহায্যে। আসা করি সব বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, সাথেই থাকবেন।