OpenAI এর কারণে বর্তমানে প্রায় সকল জায়গাতেই AI ব্যাবহার করা হচ্ছে। আগে যেটা মানুষের কল্পনা তেও ছিলনা, এখন সেটা বাস্তবে রূপ নিয়েছে। বর্তমানে AI ব্যাবহার করে অনেক Animation ভিডিও তৈরি হচ্ছে। দিন যাচ্ছে AI নিজেকে আর update করতেছে। AI এর মাধ্যমে শুধু অনলাইনেই নয় Real Life এও অনেক এগিয়ে গেছে। AI হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের সকলের উচিত AI এর সঠিক ব্যাবহার করে এগিয়ে নিয়ে যাওয়া।
আজকে আমি আপনাদের মাঝে AI এর অসাধারণ একটি ব্যাবহার দেখাবো। আজকের পোস্ট টি follow করে আপনি চাইলে খুব সহজে Image কে ভিডিও তে Convert করতে পারবেন। প্রথমে আপনাকে ২ টি ইমেজ বাছাই করতে হবে, যেগুলোকে আপনি ভিডিও তে convert করবেন। আমরা একটা ওয়েবসাইট ব্যাবহার করে Ai এর সাহায্যে সহজেই ইমেজ কে ভিডিও তে convert করে ফেলব।
AI ব্যাবহার করে ভিডিও তৈরি করবেন যেভাবেঃ
AI দিয়ে ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর আপনি অনেকগুলো ডেমো দেখতে পারবেন। যে ডেমো গুলো দেখে আপনি ভিডিও তৈরি করার জন্য Idea নিতে পারেন। যাই হোক ওয়েবসাইট এ প্রবেশ করার পর নিচের মত Try Now বাটন এ ক্লিক দিন এবং যেকোনো একটা ইমেইল দিয়ে continue তে ক্লিক দিন।
তারপর নিচের gallary icon এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইমেজ গুলো সিলেক্ট করে নিন এবং upload করে দিন।
আপনি চাইলে ২ এর অধিক ইমেজ upload করতে পারবেন। এরপর নিচের মত enchance promot অপশন টিক মার্ক করে দিন এবং Send icon এ ক্লিক করে দিন।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন ভিডিও টা তৈরি হওয়ার জন্য। একটু সময় লাগবে ভিডিও টা তৈরি হতে। দেখুন আমার ভিডিও টা তৈরি হয়ে গেছে। এখন শুধু Download অপশন এ ক্লিক করে ভিডিও টা ডাউনলোড করে নিন।
একেকটা অ্যাকাউন্ট ব্যাবহার করে আপনি ফ্রিতে ৩০ টা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন। আপনার লিমিট শেষ হয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে আবার আগের মত ভিডিও বানাতে পারবেন। আসা করি সকল কিছু বুঝতে পারছেন। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন। ধন্যবাদ।