AlMazo.Site

A new world of technology

SEO Wordpress

AMP কি? AMP এর মাধ্যমে ওয়েবসাইট এর Speed বাড়ানো সম্ভব? কিভাবে আপনিও বাড়াবেন?

আসসালামু আলাইকুম।

একটি ওয়েবসাইট এর speed অনেক গুরুত্বপূর্ণ সাইট এর ভিজিটর ধরে থাকা থেকে শুরু করে SEO এর ক্ষেত্র পর্যন্ত। ওয়েবসাইট এর speed বাড়ানোর অনেকরকম পদ্ধতি রয়েছে তার ভিতরে AMP অন্যতম। তবে AMP শুধুমাত্র mobile এর ক্ষেত্রে কাজ করবে। Mobile ছাড়া Laptop বা Desktop এ কাজ করবে নাহ। অনেক আগে থেকেই ওয়েবসাইট এর speed বিদ্ধি করার জন্য professional রা তাদের ওয়েবসাইট এ AMP ব্যাবহার করে থাকে। চলুন জেনে নেওয়া যাক AMP কি।

AMP কি?

AMP এর পূর্ণরূপ হল Accelerated Mobile Pages(ত্বরিত মোবাইল পৃষ্ঠা)। এটি হল গুগল company এর সমর্থিত একটি open source project। ওয়েবসাইট এর মোবাইল browsing এর speed বিদ্ধি করার জন্য মূলত এটি ব্যাবহার করা হয়ে থাকে। AMP ব্যাবহার করার কারণে আপনার ওয়েবসাইট এর স্পীড ৪গুন বিদ্ধি পাবে। মনে করুন, আপনার ওয়েবসাইট আগে 4 secend এ ওপেন হত, AMP ব্যাবহার করার কারণে আপনার ওয়েবসাইট 1 secend এ ওপেন হবে। যার কারণে আপনার ওয়েবসাইট এ ইউজার রা সহজেই তাড়াতাড়ি access করতে পারবে। এছাড়া Seo এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইট অনেক এগিয়ে থাকবে। Mobile ইউজার রা আপনার ওয়েবসাইট এ ঢুকতে গেলে বেশি সময় লাগবে না, যার কারণে পরবর্তীতে আপনার ওয়েবসাইট দেখলে প্রথমেই আপনার ওয়েবসাইট এ ঢুকে solution খোজার চেষ্টা করবে।

AMP এর Benefit এবং অসুবিধা

  • AMP তে শুধুমাত্র Adsense এর ads ব্যাবহার করতে পারবেন। অন্য কোন ওয়েবসাইট এর ads ব্যাবহার করতে পারবেন না।
  • Adsense থেকে খুব কম পরিমাণে ads show করবে। যার কারণে loading speed আর বিদ্ধি পাবে।
  • ভিজিটর রা ওয়েবসাইট এর সাধারণ Theme টি ব্যাবহার করতে পারবে না। যারা direct ওয়েবসাইট এ প্রবেশ করবে তারা ব্যাবহার করতে পারবে। শুধুমাত্র গুগল সার্চ থেকে যারা আপনার ওয়েবসাইট এ visit করবে তারা শুধু এই AMP এর সুবিধা টা পাবে।

নিজের ওয়েবসাইট এ AMP যেভাবে ব্যাবহার করবেন

প্রথমে আপনাকে wordpress এর এডমিন ড্যাশবোর্ড এ প্রবেশ করতে হবে। তারপর Plugin> Add New Plugin এ ক্লিক করে AMP লিখে সার্চ করে নিচের plugin টা Install এবং Active করে নিতে হবে।

এখন নিচের মত setup করে নিন আপনার AMP Plugin টা।

ব্যাস কাজ শেষ। এখন আপনি চেক করবেন কিভাবে আপনার ওয়েবসাইট এ AMP সঠিকভাবে কাজ করছে কিনা। এর জন্য আপনাকে গুগল এ আপনার ওয়েবসাইট এর যেকোনো পোস্ট এর একটা keyword লিখে সার্চ দিন এবং ওয়েবসাইট এ প্রবেশ করে দেখুন। যদি নিচের মত দেখায় তাহলে বুঝে নিবেন perfectly সব হয়েছে।

আসা করছি সব বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *