আসসালামু আলাইকুম।
আমরা সবাই জানি AI কিরকম important হয়ে গেছে আমাদের Online জীবনে। Online জীবনের বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে এখন AI ব্যাবহার করা হচ্ছে। বর্তমানে AI দিয়ে এত নিখুঁত ভাবে ছবি, text বা audio তৈরি করা সম্ভব হচ্ছে, যেকারনে কোনটা মানুষ তৈরি করেছে বা AI দিয়ে তৈরি হয়েছে তা বোঝাই কঠিন হয়ে গেছে। আমরা এখন fiverr এ article writing এর জন্য কাজ দিতে গেলেও কিছুটা ভয়ে থাকি যে AI দিয়ে article write করে দেয় কিনা।
এছাড়া আর অনেক ক্ষেত্রে আমাদের চেক করার প্রয়োজন হয়ে থাকে আসলে কাজ তা AI দিয়ে করা হয়েছে নাকি মানুষ করেছে। আজকে আমি আপনাদের মাঝে এই সমস্যার কিছুটা সমাধান নিয়ে হাজির হলাম। আপনারা আজকের এই tricks টা follow করে সহজেই detect করতে পারবেন Ai দিয়ে create করা অডিও, লেখা বা ছবি।
ছবি AI দিয়ে তৈরি করা কিনা detect করবেন কিভাবে?
প্রথমে আপনারা এই লিঙ্ক এ ক্লিক করে ওয়েবসাইট টায় প্রবেশ করুন এবং নিচের দেখানো screenshot এর জায়গায় ক্লিক দিন।
এবার দেখুন upload নামে একটা অপশন চলে এসেছে। এখন upload অপশন এ ক্লিক দিয়ে আপনি যে ছবি তা চেক দিতে চাচ্ছেন তা select করে upload করে দিন।
আমি আমার real পিকচার এবং Ai দিয়ে তৈরি করা ২ টা পিকচার upload করে আপনাদের দেখাচ্ছি। ১ নাম্বার পিকচার টা একদম real, দেখুন সহজেই detect করতে পেরেছে। ২ নাম্বার পিকচার তা AI দিয়ে তৈরি করা হয়েছে। তা সহজেই Detect করে ফেলেছে।
তো বুঝতেই পারছেন কতটা powerful, এই সিস্টেম এ খুব সহজেই আপনি AI দিয়ে তৈরি করা হয়েছে কিনা পিকচার, তা detect করতে পারবেন। একই ভাবে আপনি লেখা এবং অডিও চেক করতে পারবেন। লেখা চেক করার জন্য শুধু আপনাকে Text এ ক্লিক করতে হবে এবং Audio চেক করার জন্য আপনাকে Audio তে ক্লিক করতে হবে। তারপরের system টা একই।
আশা করি সকল কিছু বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।