AlMazo.Site

A new world of technology

Tips and Tricks

মজার ৫টি Telegram বট এর কাজ দেখে আপনি অবাক হবেন!

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আসা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ৫টি telegram বট শেয়ার করব আসা করি আপনাদের অনেক কাজে লাগবে।

Telegram ব্যাবহার করেনা এরকম লোক হয়তো হারিকেন লাগিয়ে খুঁজলে পাওয়া যাবেনা। বর্তমানে messenging প্লাটফর্ম হিসেবে telegram সর্বোচ্চ ব্যাবহার করা হয়ে থাকে। আর telegram ব্যাবহার করা হবেনা বা কেন, telegram এ শুধু sms নয় আরও অনেক সুবিধা পাওয়া যায়। বর্তমানে এমন কিছু telegram বট বের হচ্ছে যেগুলোর কাজ দেখে অবাক হওয়ার এ কথা। যাই হোক, আজকে আপনাদের সামনে এমন ৫টি telegram বট এর কাজ দেখাবো। এই বটগুলি আসা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক।

মজার ৫টি Telegram বট:

  • Whats The Song Bot: এটা এমন একটা বট যা ব্যাবহার করে যেকোনো গান খুঁজে বের করতে পারবেন সহজেই। যেমন ধরুন মাইক এ একটা গান বাজতেছে। এখন যদি আপনি voice record করে গানটির এবং এই বট এ পাঠিয়ে দেন। এই বট আপনার হয়ে গানটি খুঁজে বের করে দিবে। এই বটটি আপনার telegram এ এড করার জন্য @Whatsthesong_bot সার্চ দিয়ে start button এ ক্লিক করে ভাষা সিলেক্ট করে নিন।
  • Image Improver Bot: এটা অনেক কাজের একটা বট। যেমন ধরুন আপনার মেমোরি তে অনেক পুরনো একটা low quality এর ছবি রয়েছে। আপনি এই বট ব্যাবহার করে সহজেই আপনার ছবির quality বাড়াতে পারবেন। এই বটটি আপনার telegram এ এড করার জন্য @image_improver_bot লিখে সার্চ দিন এবং বুঝে নিন আপনার কাজের বটটি।
  • Text To Voice Bot: এই বট ব্যাবহার করে সহজেই আপনি Text থেকে voice তৈরি করতে পারবেন। এই বট এ প্রবেশ করে start করে নিয়ে আপনি এই বট এ যে text ই দিবেন, বট আপনার text কে voice এ রুপান্তর করে দিবে। এই বট এড করার জন্য @text_to_speach_bot লিখে সার্চ দিন আপনার telegram এ। তাহলেই পেয়ে যাবেন।
  • Icinee Bot: যারা মুভি লাভার আছেন তাদের জন্য এই বট অনেক কাজে দিবে। এই বট এর মাধ্যমে সহজেই আপনি telegram এ upload হওয়া মুভি সার্চ করতে পারবেন এবং ডাউনলোড ও দিতে পারবেন। এই বটটি আপনার telegram এ এড করার জন্য @Icineebot লিখে সার্চ দিন এবং মজা নিতে থাকুন।
  • Font Style Bot: এই বট ব্যাবহার করে আপনার লেখা text এর স্টাইল করতে পারবেন। এই বট এ আপনি অনেকগুলো ফন্ট পাবেন, যেগুলো ব্যাবহার করে টেক্সট বানাতে পারবেন। এসব ফন্ট দিয়ে লিখে অন্যদের এসএমএস দিয়ে মজা নিতে পারবেন। তারা অবাক হয়ে যাবে। তো এই বট আপনার telegram এ এড করার জন্য @FontStylerBot লিখে সার্চ দিন এবং এড করে মজা নিন।

আজকের মত এই পর্যন্তই। আসা করি আপনাদের পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *