AlMazo.Site

A new world of technology

Tips and Tricks

Funny Voice দিয়ে Trending Meme তৈরি করুন খুব সহজেই!

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালই আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম। আমরা প্রায়ই youtube বা facebook এ বিভিন্ন funny voice দিয়ে তৈরি করা meme ভাইরাল হতে দেখি। আসলে এসব meme তৈরি করা একদম সহজ, যদি আপনি সঠিক উপায় জানেন। অনেক meme রয়েছে যেগুলাতে celebrity দের voice দেয়া থাকে।

আজকের পোস্ট এ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব, কিভাবে আপনারা সহজেই funny voice দিয়ে meme তৈরি করতে পারবেন। voice তৈরি করব মূলত AI ব্যাবহার করার মাধ্যমে। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক।

প্রথমে আপনাদের এখানে ক্লিক করে ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর আপনারা নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।

প্রথম বক্স এ আমরা যে voice টা বলাতে চাই সেটা upload করে দিব এবং দ্বিতীয় বক্স এ যে voice এ আমরা cover করতে চাই সেই voice টা select করব।

তারপর আপনি টিক মার্ক টায় ক্লিক করে Let’s Go! তে ক্লিক করে দিবেন এবং আপনার gmail অ্যাকাউন্ট দিয়ে sing up করে নিবেন। ব্যাস, এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার funny voice টা পেয়ে যাবেন। এখন আপনি এই voice টা ব্যাবহার করে সহজেই meme তৈরি করতে পারবেন।

আজকের মত এই পর্যন্তই আসা করি সবকিছু বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে এ জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *