আসসালামু আলাইকুম।
ছবি তুলতে কার না ভালো লাগে। একেকটা ছবি যেন একটা গল্প প্রকাশ করে থাকে। আর একটা ছবি কোথাও upload করার পূর্বে অবশ্যই আমরা এডিট করে তারপর upload করে থাকি। ছবি এডিট করলে যেন ছবিতে প্রাণ ফিরে পায়।
ছবি এডিট করার অন্যরকম effect হচ্ছে colour grading, এটা না করলে যেন ছবিতে প্রাণ ফিরে পায়না। আজকের এই পোস্ট এ আপনাদের দেখাবো কিভাবে আপনারা যেকোনো ছবির colour grading কপি করে নিজের পছন্দমত ছবিতে বসাতে পারবেন। অনেকে আছে preset দিয়ে ছবি এডিট করে থাকে, আজকের পোস্ট এ দেখাব কোনরকম preset ছাড়াই AI এর মাধ্যমে সুন্দরভাবে ছবি এডিট করতে পারবেন। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক।
AI ব্যাবহার করে ছবিতে colour grading করবেন যেভাবে?
AI ব্যাবহার করে ছবিতে colour grading করার জন্য আপনাদের একটা অ্যাপ এর প্রয়োজন হবে। প্রথমে আপনারা এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে নিন এবং ওপেন করুন। আপনারা অ্যাপ টা ওপেন করলে নিচের মত Color Match খুঁজে বের করে ক্লিক করে দিন।
তারপর আপনার gallery থেকে যে ছবি এডিট করতে চান, সেই ছবি import করে নিন এবং Reference Image এ ক্লিক করে যে ছবির মত colour grading করতে চান সেই ছবি select করে নিন।
ব্যাস। কাজ শেষ। এখন দেখুন AI কাজ শুরু করে দিয়েছে colour grading এর। এখন colour grade হয়ে গেলে উপড়ের Save এ ক্লিক করে সহজেই আপনার ছবিটা save করে নিতে পারবেন।
এবার দেখুন আমার Refference করা ছবি:
এবার দেখুন AI দিয়ে এডিট করার আগে এবং পরের ছবি:
দেখতে পারলেন কত সুন্দর করে ছবিটা এডিট করে দিল। AI টা অনেক কাজের, খুব বেশি ভালো এডিট না হলে চলার মত একটা এডিট করতে পেরেছে। তো এইভাবে আপনারা সহজেই যেকোনো ছবিত এডিট করতে পারবেন।
আসা করি আপনারা সবকিছু বুজতে পারছেন। তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।